আরও কমল দৈনিক সুস্থতা, বঙ্গে সংক্রমণ প্রায় ছুঁল ৩ হাজার

আরও কমল দৈনিক সুস্থতা, বঙ্গে সংক্রমণ প্রায় ছুঁল ৩ হাজার

কলকাতা: দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় আবার বেড়েছে এবং সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও ৩ জনের বেশি মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৮.৫৯ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৩ শতাংশ।

আরও পড়ুন:  খুব দ্রুত আগমণ ঘটাবে ‘ডিজিজ এক্স’! শঙ্কিত বিজ্ঞানীরা কার্যত দিশাহীন

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৫৫ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১ হাজার ৩৫৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ১০ হাজার ৫১৩ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ০২৭ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৭ লক্ষ ৩৪ হাজার ৬০৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।

তথ্য বলছে, আজ সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৬৬১ জন। এরপরেই রয়েছে কলকাতা। তিলোত্তমায় আক্রান্ত ৬৫৫ জন। বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে সংক্রমণ ১৫০-র ওপরে। বর্তমানে রাজ্যের একাধিক জেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে। অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর গিয়েছে। কোনও কোনও জেলায় তা আবার ২০ শতাংশের ওপর, যদিও সেই জেলার সংখ্যা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + eight =