কলকাতা: সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা উঠে এসেছে কলকাতা পুরভোটে৷ ৬৮ নম্বর ওয়ার্ড ঘুরে দেখলেনন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়৷ প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তিনি৷ তৃণমূলের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হিসাবেই ভোটে দাঁড়িয়েছেন৷
আরও পড়ুন- আক্রান্ত বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত, ছিঁড়ে দেওয়া হল শাড়ি-ব্লাউজ, বুকে ধাক্কা
৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায় এদিন বলেন, কলমা চ্যাটার্জির সামনে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে৷ সে এই এলাকার ভোটারও নয়৷ কী ভাবে সে এখানে দাঁড়িয়ে থাকতে পারে সেটাই দেখতে যাচ্ছি৷ বিভিন্ন জায়গা থেকে আশ্নাতর খবর তো আসছেই৷ এদিকে বেশ কিছু বুথে তিনি এজেন্টও বসাতে পারেননি বলে অভিযোগ৷ এ প্রসঙ্গে তনিমাদেবী ববেন, গতকাল রাতে বোমা ফেলা হয়েছিল৷ এর পরেই ওই জায়গার ৯ জন এজেন্ট সরে দাঁড়ায়৷ তবে তিনি নির্বাচন কমিশনের কাছে কোনও অভিযোগ করেননি৷ তাঁর কথায়, ‘অভিযোগ করে আর কী হবে৷ নির্বাচন কমিশন কেন, কারও উপরেই আস্থা নেই৷’ তাঁর কথায়, দিনের পর দিন এত ঘটনা ঘটে চলেছে৷ কারও প্রতি আস্থা থাকলে কোনও না কোনও প্রতিক্রিয়া তো পাওয়া যেতই৷ কোনও প্রতিক্রিয়াই দেখতে পাইনি৷