আক্রান্ত বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত, ছিঁড়ে দেওয়া হল শাড়ি-ব্লাউজ, বুকে ধাক্কা

আক্রান্ত বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত, ছিঁড়ে দেওয়া হল শাড়ি-ব্লাউজ, বুকে ধাক্কা

কলকাতা:  সকাল থেকেই সরগরম কলকাতার পুরভোট৷ বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে দফায় দফায়৷ এরই মধ্যে জোড়াবাগানে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিত৷ ভোট কেমন চলছে দেখতে গিয়েছিলেন তিনি৷ সেই সময়েই তাঁকে আক্রমণ করা হয়৷ তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে৷ 

আরও পড়ুন- বুথে ঢেকে দেওয়া হল সিসিটিভি ক্যামেরার মুখ, অভিযোগ অস্বীকার জেলাশাসকের

২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবীর অভিযোগ, মাহেশ্বরী ভবনের বুথের ১০০ মিটারের মধ্যেই অবৈধ জমায়েত হচ্ছিল৷ প্রতিবাদ করতেই তাঁর উপর হামলা চালানো হয়৷ তিনি বলেন, জমায়েতে বাধা দিতেই ধাক্কাধাক্কি-মারামারি শুরু হয়৷ এখানে গুন্ডাদের নিয়ে আসা হয়েছে৷ আমার শাড়ি ও  ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে৷ বুকে মেরেছে৷ তাঁর কথায়, ১৪৪ ধারা জারি থাকলে কেউ ঘুরতে পারে না৷ অথচ এখানে ভিড় জমিয়ে স্লোগান সাউটিং করা হচ্ছে৷ নির্দল প্রার্থীকেও মারধর করা হয়েছে৷ তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিতের অভিযোগ, ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থীই সেখানে অশান্তির সৃষ্টি করছেন।  

মীনাদেবী বলেন, সকাল থেকেই বুথ জ্যাম৷ শান্তিপূর্ণ ভোট হচ্ছে না৷ ১৪৪ ধারা লাগু থাকা সত্ত্বেও ১০০ জন ছেলেকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দেওয়া হচ্ছে৷ অথচ পুলিশ কিছু করছে না৷ এই ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =