ব্যারাকপুর: রাজ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের শিবিরে যোগ দিয়েই বিধানসভার প্রার্থী হয়ে গিয়েছেন। এবার জল্পনা তৈরি হলো তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় রাজের পাশে দেখা গেল তাঁকে। রাজনীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানালেন, তিনি যদি কখনো রাজনৈতিক ময়দানে আসেন তাহলে ‘দিদি’র দলেই আসবেন! এদিকে মনোনয়ন জমা দিয়ে রাজ চক্রবর্তীর প্রতিক্রিয়া, মনে হচ্ছে তিনি জিতেই গেছেন।
এদিন রাজ চক্রবর্তী এবং শুভ্রাংশু রায়ের মনোনয়ন জমা ঘিরে উত্তপ্ত হয় ব্যারাকপুর। দফায় দফায় তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ, এমনকি গুলি চলার মতো ঘটনা ঘটে যাতে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের লড়াই শুরু হয়ে গিয়েছে। অবশ্য তার আগে মনোনয়ন জমা দিতে বেরিয়ে রাজ চক্রবর্তীর স্ত্রী তথা অভিনেত্রী শুভশ্রী জানান, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিকল্প নেই। আগে তিনি মমতার হয়ে প্রচার করেছেন এবং দেখেছেন যে পরিবর্তন হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া সম্ভব নয়। তাই তিনি যদি রাজনীতিতে আসেন তাহলে ঘাসফুল শিবিরে যোগ দেবেন। এদিকে মনোনয়ন দাখিলের আগে রীতিমতো আত্মবিশ্বাসী হয়ে রাজ চক্রবর্তী মন্তব্য করেছেন, প্রথম প্রথম ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি, কিন্তু এখন মনে হচ্ছে প্রতিপক্ষ কেউ নেই, ইতিমধ্যেই জিতে গেছেন।
আরও পড়ুন- ভাঙা পায়ে ফুটবলে শট মমতার! বিজেপিকে মাঠের বাইরে পাঠিয়ে ‘খেলা হবে’ ডাক
উল্লেখ্য, রাজ চক্রবর্তীর পদযাত্রার মাঝেই তৃণমূল বিজেপি উভয় পক্ষ হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়ে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে ইট বৃষ্টি, ব্যারাকপুরে তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘর্ষে চলে সবকিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেধরক লাঠি চার্জ করতে হয়েছে বলেও জানা গেছে। এখানেই শেষ নয়, স্বল্পক্ষণের ব্যবধানে দ্বিতীয় দফায় ফের উত্তাপ ছড়ায় ব্যারাকপুরে। এবার বিজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ের মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে ছড়ায় তৃণমূল বিজেপি। অভিযোগ তৃণমূলের সমর্থকরা গেরুয়া প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ি লক্ষ করে ছোঁড়া হয় ইটও। এই দফাতেই গুলি চলে বলে জানা যাচ্ছে। যদিও গুলির ঘটনা স্বীকার করেনি পুলিশ।