বাগুইআটি-কাণ্ডের ছায়া বীরভূমে, অপহরণ করে খুন, জঙ্গল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ

বাগুইআটি-কাণ্ডের ছায়া বীরভূমে, অপহরণ করে খুন, জঙ্গল থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ

365f1515b2a27f74c664fd56447f3ad6

বীরভূম: বাগুইআটির ছায়া এবার বীরভূমে৷ অপহরণ করে খুন করা হল ইঞ্জিনিয়ারিং-এর এক ছাত্রকে৷ নিহত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমেদপুর গ্রামে। রবিবার চৌপাহারি জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ৷ 

আরও পড়ুন- সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আজ থেকে ভিজবে কোন কোন জেলা?

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বছর উনিশের সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়কে। রাত ১২টা নাগাদ তাঁর বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। অভিযোগ, পুলিশকে জানালে ছেলেকে আর ফিরে পাবেন না বলেও হুমকি দেওয়া হয় তাঁকে।  মিনিট দশেকের ব্যবধানে ফের ফোনে হুমকি দেয় অপহরণকারীরা। এরপরই মল্লারপুর থানায় অভিযোগ জানান সৈয়দের পরিবারের সদস্যরা। এরপরেই জঙ্গল থেকে উদ্ধার করা হয় সৈয়দের নিথর দেহ৷

রবিবার সকালে বীরভূমের ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে গলার নলি কাটা অবস্থায় সৈয়দের দেহ উদ্ধার করা হয়। সৈয়দের পরিবারের দাবি, তাদের ছেলেকে অপহরণ করে খুন করা হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে এক সন্দেহভাজনকে আটকও করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনা করতেন সৈয়দ সালাউদ্দিন। বন্ধুদের সঙ্গে পিকনিকে যাবেন বলে বাড়িতে জানিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাবার ফোনে একটি কল আসে৷ তাতে বলা হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ লাগবে ৩০ লক্ষ টাকা। রবিবার সকালেই উদ্ধার হয় ছেলের দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে শেখ সলমন নামে এক যুবককে আটকও করা হয়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে তাঁকে আটক করা হয়।  তিনি মৃতের বন্ধু বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷