কলকাতা: সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ৷ যার দৌলতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ আজ, রবিবার থেকেই বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে৷ রবিবার থেকেই আকাশের মুখ থাকবে ভার।
আরও পড়ুন- রদবদল! বারাকপুরের সিপি অলোক রাজোরিয়া, বর্ধমান রেঞ্জের ডিআইজি পদে শ্যাম সিং
দক্ষিণ ২৪ পরগনার বিস্তৃর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷ পাশাপাশি বৃষ্টি হবে কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে৷ আজ থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে৷ ফলে আগামীকাল দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ১৩ তারিখ থেকে বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে৷ বীরভূম, বাঁকুড়া নদীয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ তবে ১৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
দিঘায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি নিরাপত্তার কারণে পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। রবিবার কলকাতা এবং প্বার্শবর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক থাকবে ৯০ শতাংশের বেশি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>