কলকাতা: ফের রাজ্য পুলিশে রদবদল। বারাকপুর পুলিশ কমিশনারেটের প্রধান হলেন অলোক রাজোরিয়া। এর আগে বর্ধমান রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তিনি। অন্যদিকে, সিভিল ডিফেন্সের ডিআইজি শ্যাম সিংকে পাঠানো হয়েছে রাজোরিয়ার ছেড়ে আসা বর্ধমান রেঞ্জে। সিভিল ডিফেন্সে পাঠানো হয়েছে অজয়কুমার ঠাকুরকে৷
আরও পড়ুন- বাড়ছে টাকার অঙ্ক, উদ্ধার ১৭ কোটি! গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে তল্লাশি
বারাকপুর কমিশনারেট এদিন নতুন কমিশনার পেল। আগে বারাকপুর কমিশনারেটের সিপি পদে ছিলেন অজয়কুমার ঠাকুর। তাঁর বদলে দায়িত্ব নিচ্ছেন বর্ধমান রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া। অজয়কে পাঠানো হচ্ছে সিভিল ডিফেন্সের ডিআইজি করে। আর বর্ধমান রেঞ্জের ডিআইজি হচ্ছেন শ্যাম সিং। আগে সিভিল ডিফেন্সের দায়িত্বে ছিলেন তিনি৷
উল্লেখ্য, গত ১১ অগাস্ট কয়লা পাচার মামলায় আট আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শ্যাম সিং৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>