কলকাতা: রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের মামলা নিয়ে আপাতত স্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তাঁদের পাঠানো নোটিশের ওপর অন্তর্বতীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিনই এমনই নির্দেশ দেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্তানকে নিয়ে বিতর্কিত টুইট করেছেন শুভেন্দু এমন অভিযোগ ছিল। তার প্রেক্ষিতেই শিশু সুরক্ষা কমিশন তাঁকে নোটিশ পাঠায়, যার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক।
আরও পড়ুন- শেষ ৪ বছরে ২১ বার বিদেশ সফর, খরচ প্রায় ২৩ কোটি! রাজ্যসভায় জানাল সরকার
শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের নোটিসে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়ে জানিয়েছেন যে আগামী শুনানি হবে ৩ সপ্তাহ পরে। তাই আপাতত এই ক’দিনের জন্য স্বস্তি থাকল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য। প্রসঙ্গত গত শুনানিতেই বিচারপতি জানতে চেয়েছিলেন টুইটে যে ‘কয়লা ভাইপো’র কথা বলা হয়েছে, ইনি কে? মামলকারী টুইটে তো কারও নাম ব্যবহার করেননি। তিনি আরও প্রশ্ন তোলেন, লেডি কিম কে? কিম জন উং উত্তর কোরিয়ার শাসক বলে জানেন। তাঁকেই কি বলা হয়েছে? না কি মজা ছিল?
” style=”border: 0px; overflow: hidden”” title=”একলাফে ৩ ডিগ্রি নামল সর্বনিম্ন তাপমাত্রা! Minimum temperature declines by 3 degrees Celsius” width=”560″>
বিষয় হল, শুভেন্দু টুইট করে দাবি করেছিলেন যে, যে অভিযোগ আনা হয়ছে, তার পুরোটাই ভিত্তিহীন। বিজেপি বিধায়কের কথা ছিল, তিনি টুইটে ‘কয়লা ভাইপো’ লিখেছিলেন। তাই এটা বলতে শিশু সুরক্ষা কমিশন কাকে বুঝেছে, সেটা বলতে হবে। এটাও জানাতে হবে যে, কয়লা ভাইপো’র পুত্র একজন নাবালক সেটাও তারা ভেবে নিল কী ভাবে।