শেষ ৪ বছরে ২১ বার বিদেশ সফর, খরচ প্রায় ২৩ কোটি! রাজ্যসভায় জানাল সরকার

শেষ ৪ বছরে ২১ বার বিদেশ সফর, খরচ প্রায় ২৩ কোটি! রাজ্যসভায় জানাল সরকার

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে বড় তথ্য দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর বিদেশ সফর এবং সফরের খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। জানান হয়েছে শেষ চার বছরে ২০ বারের বেশি বিদেশ সফর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের খরচও হয়েছে ভালই। তাহলে কত কী হিসেব দেওয়া হল?

আরও পড়ুন- আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ নয়, পরেশ রাওয়ালকে ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

সরকার এদিন জানিয়েছে, ২০১৯ থেকে প্রধানমন্ত্রী ২১ বার বিদেশ সফর করেছেন। তাতে সরকারের খরচ হয়েছে প্রায় ২২.৭৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী মোদী জাপান গিয়েছেন ৩ বার, ২ বার করে গিয়েছেন আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে রাষ্ট্রপতি এই সময়ে বিদেশ সফর করেছেন ৮ বার।

 

তবে ৭ বারই রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। শেষে একবার বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। এই সফরের জন্য খরচ হয়েছে প্রায় ৬ কোটি ২৫ লক্ষ টাকা। রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। তিনি আরও জানান, বিদেশমন্ত্রী জয়শঙ্করের বিদেশ সফরের জন্য সরকারের খরচ হয়েছে প্রায় ২১ কোটি টাকা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *