‘ভুল’ মূর্তিতে মালা দিয়ে বিতর্কে আমিত শাহ, ‘বহিরাগত’ তিরে বিঁধলেন মমতা

‘ভুল’ মূর্তিতে মালা দিয়ে বিতর্কে আমিত শাহ, ‘বহিরাগত’ তিরে বিঁধলেন মমতা

কলকাতা: বঙ্গ সফরে এসে মূর্তি বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ গতকাল বাঁকুড়ায় আদিবাসী মুক্তি যোদ্ধা বীরসা মুণ্ডার মূর্তিতে মালা পরিয়ে কর্মসূচি শুরু করার কথা ছিল তাঁর৷ পূর্ব পরিকল্পনা মাফিক মূর্তিতে মালা পরিয়ে ধুমধাম করেই শুরু হয় অমিত শাহের কর্মসূচি৷ কিন্তু স্থানীয় আদিবাসী সংগঠনের দাবি, ওই মূর্তি ১৯ শতকের আদিবাসী নায়ক বীরসা মুণ্ডার নয়৷ জৈনক আদিবাসী শিকারির৷ বিজেপি নেতত্বের এই ভুলে ক্ষোভের সঞ্চার হয় আদিবাসী মহলে৷ ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে গেরুয়া শিবির৷ কিন্তু এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নামে তৃণমূল৷ শাসক দলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি’র বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা আরও একবার সত্যি প্রমাণিত হল৷ বাংলার সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে কোনও ধারণাই নেই পদ্ম শিবিরের৷ 

আরও পড়ুন- গরু পাচার কাণ্ডে গ্রেফতার এনামুল, CBI নজরে বহু প্রভাবশালী

আদিবাসী নেতারা এই ভুলটি তুলে ধরার পরই মূর্তির নীচে বীরসা মুণ্ডার ছবি রেখে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে বিজেপি৷ কিন্তু গেরুয়া শিবিরের এই আচরণকে অনেকেই ‘অসম্মান জনক’ বলে আখ্যা দেয়৷ বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ‘‘ ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। ওই মূর্তিটি বীরসা মুণ্ডার নয় জানার পরই, ছবির বন্দোবস্ত করা হয়৷’’ বীরসা মুণ্ডা ভেবে যে মূর্তিটিতে মালা পরানো হয়েছিল সেটি বছর পাঁচেক আগে তৈরি করেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)। 

এই ঘটনার পরই আরও একবার বিজেপি’কে বহিরাগত বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ যা ২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্যতম স্লোগান হয়ে দাঁড়িয়েছে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভুল প্রকাশ্যে আসার পর আরও একবার এই স্লোগানেই শান দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কী চাইলেন অমিত শাহ? ‘জাগ্রত চেতনা’!

আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর নেতা সনগিরি হেমব্রমের কথায়, ‘‘বিজেপি’র কর্মসূচিতে বলা হয়েছিল ‘ভগবান বীরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন আমিত শাহ৷ কিন্তু উনি আদিবাসী শিকারির মূর্তিতে মালা পরিয়ে দেন৷ এর থেকেই বোঝা যায় আমাদের সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম জ্ঞানেরও অভাব রয়েছে তাঁর৷’’ গত লোকসভা ভোটে বিজেপি’র জয়ে একটা বড় ফ্যাক্টর ছিল এই আদিবাসী ভোট৷ শাহের বাঁকুড়া সফরের অন্যতম কারণ ছিল আদিবাসী ভোট ব্যাঙ্ক৷ কিন্তু ভুল মূর্তিতে মালা দিয়ে বিপাকে পড়লেন অমিত শাহ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =