দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কী চাইলেন অমিত শাহ? ‘জাগ্রত চেতনা’!

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে কী চাইলেন অমিত শাহ? ‘জাগ্রত চেতনা’!

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ২১ এর প্রস্তুতি৷ বঙ্গ সফরের দ্বিতীয় দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়ে কর্মসূচীর সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সফরের শেষ দিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷ এদিন সকালে মন্দিরে পৌঁছনোর পরই অমিত শাহকে বরণ করে নেন অগ্নিমিত্রা পাল৷ সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, বাবুল সুপ্রিয়ো, কৈলাস বিজয়বর্গীর মতো বাংলার প্রথম সারির বিজেপি নেতারা৷ বিজেপি’র মহিলা শাখার সদস্যরা তাঁকে শঙ্খ ধ্বনিতে বরণ করে নেন৷ কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় দক্ষিণেশ্বর মন্দির৷ 

আরও পড়ুন- অভিমান ভুলে অমিত শাহের সঙ্গে বৈঠক শোভন-বৈশাখীর, নতুন পথ চলার ইঙ্গিত

এদিন মা ভবতারিণীর মন্দির দর্শন করে পুজো দেন অমিত শাহ৷ তাঁর পুজো দেওয়ার বন্দোবস্তও আগাম করে রাখা হয়েছিল৷ তবে খুব দীর্ঘ সময় এখানে থাকেননি স্বরাষ্ট্র মন্ত্রী৷ পুজো দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে অল্প বিস্তর কথা বলেই সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ এখান থেকে তিনি রওনা হবেন টালিগঞ্জের উদ্দেশে৷ সেখানে সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি যাওয়ার কথা রয়েছে তাঁর৷ সেখানে অজয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ এর পর বিজেপি’র কর্মী সদস্যদের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর৷ মধ্যাহ্নভোজ সারবেন একটি মোতুয়া পরিবারে৷ রয়েছে বিজেপি’র কোর কমিটির বৈঠক৷ এদিন সাংবাদিক সম্মেলনও করবেন তিনি৷ 

আরও পড়ুন- প্রয়াত জীববিদ্যার অধ্যাপক ও একাধিক বইয়ের লেখক দুলাল চন্দ্র সাঁতরা

গতকাল বাঁকুড়ায় তাঁর সফর শুরু হয়েছিলেন বীরসা মুণ্ডার মূর্তিতে মালা পরিয়ে৷ ভাটোর আগে সংগনকে চাঙ্গা করতেই মূলত তাঁর এই বঙ্গ সফর৷ এদিন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহ বলেন, ‘‘আজ বাংলা সফরের দ্বিতীয় দিন৷ দক্ষিণেশ্বরে মা কালির মন্দির থেকেই কর্মসূচির সূচনা করছি৷ এর আগেও বেশ কয়েক বার দক্ষিণেশ্বর মন্দিরে এসেছি৷ যখনই এসেছি, তখনই এখান থেকে চেতনা পেয়েছি৷ বাংলার মহান ভূমি চৈতন্য মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, অরবিন্দের ভূমি৷ তাঁরা মানুষের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছিলেন৷ আধ্যাত্মিক আর ধর্মীয় চেতনার কেন্দ্র এই বঙ্গভূমি ফের তার গৌরব ফিরে পাক৷ সবাই একজোট হয়ে নিজের দায়িত্ব পালন করুন৷ মা কালীর কাছে সমগ্র দেশ ও বাংলার মানুষের মঙ্গলকামনা করেছি৷ মোদীজির নেতৃত্বে আমাদের দেশ আরও একবার বিশ্ব দরবারে নিজের গৌরব ফিরে পাবে৷ এটাই মা কালীর চরণে আমার প্রার্থনা৷’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *