কলকাতা: ভুয়ো টিকা ক্যাম্প থেকে শিক্ষা নিয়ে ভ্যাকসিন ক্যাম্পের আয়োজনে সতর্ক রাজ্য সরকার৷ প্রতিটি জেলায় কোথায় কোথায় টিকাকরণ ক্যাম্প হবে, তার তালিকা এবার থেকে প্রকাশ করা হবে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে৷ এছাড়াও টিকা কেন্দ্র নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷
আরও পড়ুন- ‘আইন সকলের জন্য এক, সঠিক সময়ে হলফনামা না দিলে দায় কার?’ প্রশ্ন বিচারপতি বিন্দালের
রাজ্যে যাতে পুনরায় কেউ ভুয়ো টিকা কেন্দ্রের ফাঁদে না পড়েন, কারও যাতে বিপদ না হয়, তা নিশ্চিত করতে এবার থেকে প্রত্যেক দিনের তালিকা নিয়মিত প্রকাশ করা হবে৷ অর্থাৎ দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত কোথায় কোথায় কোভিড টিকাকরণ কেন্দ্র করা হচ্ছে সেই তালিকা প্রতিদিন দিয়ে দেওয়া হবে৷ সম্ভব হলে এই তালিকা আগের দিন রাতেই প্রকাশ করা হবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে৷ ওই ওয়েবসাইট দেখলেই মানুষ জানতে পারবেন তাঁর নিকটবর্তী সঠিক টিকা কেন্দ্রের খোঁজ৷ এমনকী কোন কেন্দ্রে কী টিকা পাওয়া যাচ্ছে সেই তালিকাও জেনে তাঁরা টিকা নিতে যেতে পারবেন৷ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে সরকারি ও বেসরকারি দুই ধরনের ক্যাম্পেরই বিস্তারিত তালিকা থাকবে৷ বেসরকারি হাসপাতালের বাইরে বেসরকারি উদ্যোগে কোথায় কোথায় টিকা ক্যাম্প হচ্ছে তারও প্রতিদিনের পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে দেওয়া হবে৷ এই তালিকার বাইরে থাকা সব ক্যাম্পই বেআইনি৷
আরও পড়ুন- কয়লাকাণ্ডে ED হানা, অনুপ মাঝি ও গণেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি
আজ গোটা রাজ্যে ১,৬৩৩টি টিকা কেন্দ্র থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ এই তালিকা রাজ্য সরকার প্রকাশ করেছে৷ এর মধ্যে যেমন সরকারি হাসপাতাল আছে, তেমনই বেসরকারি হাসপাতালও আছে৷ এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভার উদ্যোগে আয়োজিত ক্যাম্পের তালিকাও আছে৷ সরকার নির্দিষ্ট করে দেওয়া ক্যাম্পগুলোই বৈধ৷ এর বাইরে কোথাও টিকা দানের ব্যবস্থা করা হলে, তা বেআইনি বলে গণ্য হবে৷ স্বাস্থ্য দফতরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে৷