কলকাতা: নারদ মামলায় কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে তাঁরা এই হলফনামা জমা দেন৷ মঙ্গলবার হল মামলার শুনানি । প্রসঙ্গত, নারদ মামলায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু তাঁকে পুনরায় কলকাতা হাই কোর্টেই আবেদন করার নির্দেশ দেয় শীর্ষ আদালত৷ তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে আবেদন জানান মুখ্যমন্ত্রী৷ আজকের মতো মুলতুবি হয়েছে শুনানি৷
আরও পড়ুন- কয়লাকাণ্ডে ED হানা, অনুপ মাঝি ও গণেশ বাগাড়িয়ার বাড়িতে তল্লাশি
• কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহেতাকে বিচারপতি সৌমেন সেনের প্রশ্ন, রাজ্য সরকারের বক্তব্য শুনতে অসুবিধে কোথায়? তারা তাদের হলফনামা জমা দেওয়ার পর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে তাহলে সেটাও আমরা শুনবো৷
• আমদের বক্তব্য সব শুনে তারা হলফনামা জমা দিয়ে রাজ্যের বক্তব্য রাখতে চাইছেন যার তীব্র বিরোধিতা করছি।
• রাজ্যের অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার তীব্র আপত্তি জানালেন সিবিআই পক্ষের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহেতা। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাহলে কেন রাজ্য সরকার এত দেরিতে হলফনামা জমা দেওয়ার কথা বলছে?
•
• মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ঘটনার দিন তিনি নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন এ কথা সত্যি কিন্তু তিনি কোনও মন্তব্য বা বক্তব্য রাখেননি। সিবিআই তাদের অফিসের সিসিটিভি ফুটেজ দেখাল না কেন?
• সিবিআই প্রমাণ করতে চাইছে, এরাজ্যে তদের সহকর্মীরা সুরক্ষিত নয়। এই বিষয়টা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছে। সিবিআই হলফনামায় যে অভিযোগ করেছে সেই অভিযোগের কোনও সিসিটিভি ফুটেজ আদলতের কাছে জমা দেয়নি কেন? তারা মৌখিক অভিযোগ করেছেন কিন্তু তাঁদের কাছে কোনও প্রমাণ নেই।
• গত ১৭মে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক সিবিআই বিশেষ আদালতে প্রভাব খাটাতে গিয়েছিলেন বলে সিবিআই যে তথ্য তুলে ধরার চেষ্টা করথে তা ভুল।
•
• কিশোর দত্তে বলেন, গত ১৭ মে সিবিআই নারদ মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করায় পর নিজাম প্যালেসে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ মোতায়েন ছিলেন। কিন্তু সিবিআই তদের হলফনামায় উল্লেখ করেছে, সেদিন সিবিআই দফতরের পুলিশি নিরাপত্তা ছিল না৷ এই অভিযোগ সঠিক নয়। কারণ পুলিশ সারা দিন তাঁদের সহযোগিতা করেছিলেন৷
•
• ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, সকলের জন্য আইন এক, কারোর জন্য আলাদ আইন নেই। সকলের উদ্দেশ্যেই নির্দেশ ছিল হলফনামা জমা দেওয়ার। তাহলে আপনি (AG) হলফ নামা সঠিক সময়ে না দিলে দায় কি আদলতের?
• ৯ই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর ২৫শে জুন কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে হলফনামা জমা নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক আমরা দু’জনের হলফনামা জমা দিলাম। এই হলফনামা রেকর্ড করার আবেদন জানাচ্ছি৷
• মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হয়ে আদালতে সওয়াল করেন অ্যাডভোটেক জেনারেল কিশোর দত্ত৷