করোনায় মৃতদের শেষকৃত্যের হয়রানি এড়াতে এবার নয়া উদ্যোগ রাজ্যের

করোনায় মৃতদের শেষকৃত্যের হয়রানি এড়াতে এবার নয়া উদ্যোগ রাজ্যের

কলকাতা:  দেশজুড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ৷ রাজ্যের হালও সঙ্গীন৷ ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা৷ চারিদিক থেকে উঠে আসছে নানা অমানবিক ছবি৷ মৃতদেহ সৎকার নিয়েও বাড়ছে হয়রানি৷ এই পরিস্থিতিতে করোনায় মৃতের সৎকারে নয়া নির্দেশিকা জারি করা হল৷ কলকাতা ও গ্রামীন এলাকার জন্য নোডাল অফিসার নিয়েগ করল রাজ্য সরকার৷ রাজ্যদুড়ে ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে৷ 

আরও পড়ুন- গণনায় কারচুপির আশঙ্কা, প্রার্থী-এজেন্টদের নিয়ে আজ দুপুরেই ভার্চুয়াল বৈঠকে মমতা

কোরনা রোগীর মৃতদেহ সৎকালে বিভ্রান্তি কাটাতে নয়া উদ্যোগ নিয়েছে রাজ্য৷ স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, গোটা রাজ্যে করোনায় মৃতদের শেষকৃত্য জটিলতা দেখা দিয়েছে৷ বিভিন্ন জাগায় দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকার ঘটনা ঘটছে৷ সৎকারে দেরি হচ্ছে৷ বাড়িতে যাঁদের মৃত্যু হচ্ছে তাঁদের দেহ সৎকারে আরও জটিলতা বাড়ছে৷ এই সমস্যা মেটাতেই এলাকা ভিত্তিক নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার৷ মোট ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে৷ তারাই করোনায় মৃতদের দেহ সৎকারের দায়িত্বে থাকবেন৷ তাঁদের নামর তালিকা প্রকাশ করেছে রাজ্য৷ এর মধ্যে কলকাতা ও অন্যান্য পুর এলাকার জন্য নিযুক্ত করা হয়েছে ১২৪ জন নোডাল অফিসারকে৷ ৩৪২জন নোডাল অফিসার নিযুক্ত করা হয়েছে গ্রামীণ এলাকার জন্য৷

আরও পড়ুন- #ExitPolls: কী হতে পারে নন্দীগ্রামের ফলাফল? কেন কেন্দ্রে এগিয়ে তৃণমূল? বলছে সমীক্ষা

এই নোডাল অফিসারদের কাজ কী হবে? বলা হয়েছে, যেখানেই করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যাবে, সেখান থেকে তাঁদের দেহ সৎকারের জন্য শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য শববাহী গাড়ির ব্যবস্থা করা৷ পাশাপাশি গোটা প্রক্রিয়াটা যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেটা দেখা৷ এই সকল নোডাল অফিসারদের নাম ও ফোন নম্বর বিজ্ঞপ্তি আকারে রাজ্য সরকার প্রকাশ করেছে৷  সংশ্লিষ্ট পুর এবং পঞ্চায়েত এলাকায় তাঁদের নাম ও ফোন নম্বর দেওয়া থাকবে৷ তাঁদের ফোন করলেই তাঁরা সঙ্গে সঙ্গে পরিষেবা পৌঁছে দেবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =