কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলায় হাইকোর্টে সশরীরে হাজির দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য৷ চলতি মাসের শুরুতেই তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশ মেনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে হাজিরা দেন তিনি৷
আরও পড়ুন- তিন ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে সুদূর কানাডা
এই মামলায় রাজ্য পুলিশকে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত৷ তিনি মূলত এই মামলায় বেআইনি অর্থ সংস্থার যে সকল মালিক পুলিশ হেফাজতে রয়েছেন তাঁদের যাতে যথাসময়ে আদালতে হাজির করা হয়, সে বিষয়ে নজরদারি চালাবেন৷ সেই সঙ্গে পুলিশ কেন নিজের দায়িত্ব পালন করছে না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি৷
প্রসঙ্গত, চিটফান্ড মামলায় দুটি সংস্থার ডিরেক্টরকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ কিন্তু ওই দুই সংস্থার ডিরেক্টর আদালতে হাজিরা না দেওয়ায়, আদালত অবমাননার অভিযোগ তোলেন মামলাকারীরা৷ ওই দুই অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলাতেই ডিজিকে তলব করা হয় বলে খবর৷
প্রসঙ্গত, হাইকোর্ট যখন ওই দুই ডিরেক্টরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিল তখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন সি বীরেন্দ্র৷ মামলাকারীদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করেছে পুলিশ৷ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করুক আদালত৷ এর পরেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, কেন আদালতের নির্দেশ অমান্য করা হল তা সশরীরে হাজিরা দিয়ে জানাতে হবে ডিজিকে৷ সেই নির্দেশ মেনেই এ দিন হাজিরা দেন মনোজ মালব্য৷
আরও পড়ুন- গ্রামে ফিরলে মাথা কেটে দেওয়া হবে, বিজেপি নেতাকে হুমকি
এদিন কিশোর দত্ত আদালতে বলেন, মনোজ মালব্য কিছুদিন হয়েছে দায়িত্ব নিয়েছেন৷ তাঁকে আরও কিছুদিন সময় দেওয়া হোক৷ কিন্তু রাজ্যের আবেদন মানেনি হাইকোর্ট৷ এই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেওয়া হয়৷