চার্জশিট তথ্যে হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য, বিপাকে CID

চার্জশিট তথ্যে হাইকোর্টে অস্বস্তিতে রাজ্য, বিপাকে CID

কলকাতা: কলকাতা হাইকোর্টে বিপাকে তদন্তকারী সংস্থা সিআইডি৷ বিড়ম্বনায় রাজ্য৷ চাঞ্চল্যকর চার্জশিট তথ্যে অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে যে মামলাটি হয়েছিল, তার মূল বিষয় ছিল কতগুলি মামলার চার্জশিট হয়েছে এবং কতগুলির চার্জশিট হয়নি৷ এই মামলায় ক্ষুব্ধ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ পাশাপাশমি ভুল তথ্য দিয়ে হাইকোর্টকে বিপথে চালিত করার অভিযোগ উঠল সিআইডি’র বিরুদ্ধে৷ 

আরও পড়ুন- খোয়া যাওয়া কোটি টাকার লটারির টিকিট উদ্ধার, হাতে চাঁদ পেলেন পিন্টু

এদিন রাজ্যের তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেই রিপোর্টের অংশ উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাঁর নির্দেশনামায় লিখেছেন যে, রাজ্যে প্রতি ৩৪০০ মামলা পিছু কার্যত ১টি চার্জশিট পেশ করা হয়েছে৷ অনেক মামলার চার্জশিট সময় মতো পেশ করা সম্ভব হয়নি৷ এছাড়াও বলা হয়েছে, প্রায় ২৭ হাজার ২৬৭টি মামলায় সময় মতো চার্জশিট দিতে পারেনি পুলিশ৷ রাষ্ট্রদ্রোহিতা সহ অসংখ্য জঘন্যতম অপরাধে এখনও চার্জশিট পেশ করা হয়নি৷  অনেক মামলায় ১২ বছরেও চার্জশিট জমা পড়েনি৷

আরও পড়ুন- দলীয় বিধায়কদের মুখোশ খুলে বির্তকে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা

পাশাপাশি সিআইডি’র ভারপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ গোটা বিষয়ে রিপোর্ট তৈরি করতে আদালত বান্ধব নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে৷ তিনি গোটা পরিস্থিতির খবর নিয়ে ১০ দিন পর কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করবেন৷ ১০ অগাস্ট পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে হাইকোর্ট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =