খোয়া যাওয়া কোটি টাকার লটারির টিকিট উদ্ধার, হাতে চাঁদ পেলেন পিন্টু

খোয়া যাওয়া কোটি টাকার লটারির টিকিট উদ্ধার, হাতে চাঁদ পেলেন পিন্টু

a40e01028105fdfa8b5718f878ff3a25

কল্যাণী: খোয়া যাওয়া কোটি টাকার লটারির টিকিট উদ্ধার হল প্রাপক পিন্টু দাসের শাশুড়ির চায়ের দোকান থেকে। রবিবার, ১ আগস্ট সকালের ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী বিধানসভার গয়েশপুর এলাকায়।

আরও পড়ুন- দলীয় বিধায়কদের মুখোশ খুলে বির্তকে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা 

এদিন সকালে পিন্টুর শাশুড়ি দোকান খুলতে গিয়ে দেখেন, একটি ব্যাগ পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ডেকে আনেন পাশের বাড়ির বাসিন্দা ডাক্তার বিপুল বিশ্বাসকে। তিনি ব্যাগটি খুলে দেখতে পান তার ভেতরে রয়েছে একটি লটারির টিকিট ও অন্যান্য কিছু নথি। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে সেটি। এখন সেই কোটি টাকার লটারির টিকিট রয়েছে পুলিশের হেপাজতে।

প্রসঙ্গত, গয়েশপুর আদিবাসীপাড়ার বাসিন্দা পিন্টু দাস ১৬ জুলাই, শুক্রবার বিকেলে লটারির টিকিটে কোটি টাকা পান। আর তারপর থেকেই তাঁর কাছে নানা জনে টাকার দাবি করতে থাকে। তাঁকে নানা ভাবে হেনস্থার মুখে পড়তে হয়। ভয়ে ও আতঙ্কে তিনি স্ত্রী-সন্তান নিয়ে গিয়ে ওঠেন শ্বশুরবাড়ি কল্যাণী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শ্রীপল্লির বিজয়নগরে। শনি-রবি পর পর দুদিন ছুটি থাকায় সোমবার, ১৮ জুলাই ব্যাংকে যাওয়ার কথা ছিল তাঁর। 

আরও পড়ুন- ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে সোমবার ‘মিশন ত্রিপুরা’য় অভিষেক

রবিবার রাতে স্বপরিবারে তাপস শ্বশুরবাড়ির পাশে অন্য একটি বাড়িতে শুয়েছিলেন। কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন শাশুড়ির ঘরে তালাবন্ধ ট্রাঙ্ক ভেঙে লটারির টিকিট-সহ সমস্ত নথি চুরি হয়ে গেছে। অন্যান্য সবকিছু ট্রাঙ্কে থাকলেও তন্নতন্ন করে খুঁজেও মেলেনি লটারির টিকিট। তাপস ও তাঁর স্ত্রীর অভিযোগের তির স্বস্ত্রীক শ্যালক বিকাশ ঢালির বিরুদ্ধে। এই মর্মে তাঁরা কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অবশেষে উদ্ধার হল কোটি টাকার সেই লটারির টিকিট৷ স্বভাবতই হাতে যেন চাঁদ পেলেন পিন্টু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *