অফিস না-করলে কাটা যাবে বেতন! বনধ নিয়ে কড়া রাজ্য

অফিস না-করলে কাটা যাবে বেতন! বনধ নিয়ে কড়া রাজ্য

কলকাতা: গতকাল ১০৮ পুরসভার ভোট সম্পন্ন হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস শান্তিপূর্ণ ভোট হয়েছে এই দাবি করলেও বিজেপি সহ বিরোধীরা হিংসা এবং সন্ত্রাসের ব্যাপক অভিযোগ করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমেও যে চিত্র ফুটে উঠেছে তাও কিন্তু অন্য কথাই বলেছে। ভোটে হিংসার প্রতিবাদে আজ ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। কিন্তু সেই বনধ নিয়ে কড়া বার্তা দিয়েছে রাজ্য। সরকারি কর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আজ অফিস না করলে কাটা যাবে বেতন।

আরও পড়ুন- গ্রুপ সি মামলার তদন্তভার রঞ্জিত কুমার বাগের কমিটিকে দিল হাই কোর্ট

ভোটে সন্ত্রাসের অভিযোগে আজ বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল ৬ টা থেকে এই বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। তার প্রতিবাদেই এই বাংলা বনধের ডাক দিয়েছে তারা। কিন্তু রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দোকান, বাজার, কারখানা সবই যেন রোজের নিয়মে চলে। অন্যদিকে রাজ্য অর্থ দফতর জানিয়েছে, বনধের দিন অফিস করতেই হবে। অর্ধ দিবস ছুটিও নেওয়া যাবে না। আবার রবিবার যাদের ছুটি ছিল তাদের আজ অফিস করতেই হবে। এই নির্দেশ অমান্য করলে এক দিনের বেতন কেটে নেওয়া হবে। তবে এও নিশ্চিত করে দেওয়া হয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কিংবা আগে থেকে যাঁরা নির্দিষ্ট কারণে ছুটি নিয়ে রেখেছেন এদিন, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।

বিরোধীরা যতই হিংসার কথা বলুক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, মানসিক অবসাদ ও নিশ্চিত পরাজয় জেনে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে বিরোধীরা৷ দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে৷ কোনও কোনও সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিক অনৈতিক ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্যে প্ররোচনা দেওয়া হয়েছে৷ যে অভিযোগ বা নাটকগুলি সামনে আসছে শতাংশের হিসাবে তা মাত্র ১.২ শতাংশ৷ রাজ্য পুলিশও দাবি করেছে যে, শান্তিপূর্ণ ভোট হয়েছে বাংলাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *