টাস্ক ফোর্স গঠন করছে রাজ্য, আবাস যোজনা প্রকল্প নিয়ে তৎপরতা

টাস্ক ফোর্স গঠন করছে রাজ্য, আবাস যোজনা প্রকল্প নিয়ে তৎপরতা

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা যোগ্য ব্যক্তিরা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিটি জেলায় একজন করে বিশেষ আধিকারিককে দ্বায়িত্ব দেওয়া হচ্ছে বলে আগেই জানা গিয়েছে। এবার জানা গেল, নজরদারির জন্য রাজ্য সরকার একটি টাস্ক ফোর্স গঠন করছে। ইতিমধ্যেই এই নিয়ে এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে, এই টাস্ক ফোর্স প্রকল্পের কাজে অগ্রগতি সহ সব ধরনের কাজে তদারকি করবে।

আরও পড়ুন- SSKM-এ ভাঙচুর, পুলিশের ভূমিকায় ক্ষোভ মমতার, উদ্বেগ ট্রমা সেন্টার নিয়ে

প্রকল্পের কাজে স্বচ্ছতা আনতে ইতিমধ্যে জেলা শাসক, মহকুমাশাসক, বিডিওদের ভূমিকা রাজ্য সরকার নিশ্চিত করে দিয়েছে। একই সঙ্গে এদিন জানা গেল, প্রকল্পের সুবিধাভোগীদের তরফে প্রকল্প নিয়ে কোনও অভিযোগ জানানোর জন্য সব বিডিও, মহকুমা শাসক ও জেলাশাসকের কার্যালয়ে বাধ্যতামূলক ভাবে কমপ্লেন বক্স ও মহকুমা শাসকের কাছে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এও প্রকাশ্যে এসেছে যে, যাতে যোগ্যরা আবাস যোজনার টাকা পায়, তা নিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এছাড়া এও জানান হয়েছে, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না।

সরকারের তরফ থেকে জানান হয়েছে, অতীতে ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গীতাঞ্জলি বা অন্য কোনও সরকারি আবাসন প্রকল্পের সুবিধে পেয়ে থাকলে, কোনও ভাবেই এ বারের প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কারও মাসিক আয় দশ হাজার টাকার বেশি হলে, পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে কিংবা আয়কর বা বৃত্তিকর দিলে তাঁরাও এই প্রকল্পের আওতায় আসবেন না। আবার কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যিনি ৫০ হাজার টাকা বা তার বেশি ঋণ নিয়েছেন, বা যাদের বাড়িতে রঙিন টিভি-ফ্রিজ-এসি আছে, বাড়িতে ল্যান্ডলাইনের ফোন আছে, তারাও এই সুবিধা পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *