কলকাতা: দুয়ারে রেশন মামলায় স্বস্তিতে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। বুধবার ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷
আরও পড়ুন- দুই পক্ষের ব্যাবহারেই ‘না-খুশ’ হাইকোর্ট, তুলে নেওয়া হল উপাচার্যের নিরাপত্তা
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ইস্তেহারে বলা হয়েছিল, ক্ষমতায় এলে আর কাউকে রেশন দোকানে গিয়ে লাইন দিতে হবে না৷ মানুষের দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে৷ সেই মতো ক্ষমতায় আসার পরেই দুয়ারে রেশন প্রকল্প চালু করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়৷ তবে রেশন ডিলারদের মামলা খারিজ করায় আজ থেকেই জেলায় জেলায় শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল৷
আরও পড়ুন- ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়, পড়ল বোমা, জখম ২
মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে আইনে বদল আনা যেতে পারে৷ সরকার সরাসরি মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দিতে চায়৷ এবং এই কাজের ক্ষেত্রে মধ্যস্থতাকারী হল ডিলাররা৷ এক্ষেত্রে ডিলারদের স্বার্থও রক্ষা করা হবে৷ পরিবহণ ও অন্যান্য খরচ বহনে রাজ্য সরকার সাহায্য করবে৷ ’এর পরেই ডিলারদের মামলা খারিজ করে দেন বিচারপতি৷