Aajbikel

বাজেট: দুয়ারে সরকারে উপকৃত ৯ কোটি, আর্থিক বৃদ্ধির হার নিয়ে বড় দাবি

 | 
budget

কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে শেষবার রাজ্য বাজেট পেশ। এই বাজেটের দিকে সকলের নজর আছে। এদিন বাজেট পেশের শুরুতেই আর্থিক বৃদ্ধি নিয়ে একদিকে যেমন বড় দাবি করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তেমনই জানালেন দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের কথা। মন্ত্রীর কথায়, রাজ্যে পূর্ণাঙ্গ সরকারি ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়া একাধিক ইস্যুতে কেন্দ্রীয় নানা নীতির সমালোচনা করা হয়েছে বুধবার। 

আরও পড়ুন- 'আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি', নিয়োগ সংক্রান্ত বৈঠকে গেলেন না শুভেন্দু

বাজেট পেশ করার শুরুতেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৩ লক্ষ ৭১ হাজার শিবির আয়োজিত হয়েছে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের। এতে উপকৃত হয়েছেন মোট ৯ কোটি মানুষ। অন্যদিকে তিনি এও জানান, খাদ্যসাথীতে যুক্ত হয়েছেন ৯ কোটি মানুষ। স্টাম্প ডিউটিতে ছাড় নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রাজ্যের মন্ত্রী। বলেন, এই ছাড়ের জেরে উপকৃত হয়েছেন বহু ফ্ল্যাটমালিক। ৪৪ লক্ষ মানুষ অপেক্ষাকৃত কম খরচে ফ্ল্যাট কিনতে পেরেছেন। পাশাপাশি  আর্থিক বৃদ্ধি নিয়েও বড় বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, রাজ্যের আর্থিক বৃদ্ধির হার ৮.৪১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে।

এমনিতেই একাধিক বরাদ্দ না মেলার জন্য বারবার কেন্দ্রের দিকে আঙুল তুলেছে রাজ্য। আজও তার ব্যতিক্রম হল না। বাজেট পেশের মাধ্যমে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আবার অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের বরাদ্দ কমিয়ে দিয়েছে। তার প্রভাব পড়েছে গরিব মানুষের জীবনে। 

Around The Web

Trending News

You May like