কলকাতা: বুধবার বিধানসভায় পেশ করা হল তৃতীয় তৃণমূল সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট৷ বাজেটে করোনা ভাইরাস পরিস্থিতি থেকে শুরু করে উচ্চশিক্ষা, সবতেই জোর দেওয়া হল। একাধিক ক্ষেত্রেই বড় অঙ্কের বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কোভিড খাতে ১ হাজার ৮৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পড়ুয়াদের ক্রেডিট কার্ডের জন্য বরাদ্দ ২৫০ কোটি টাকা। এদিকে, স্বাস্থ্যসাথী খাতে ১ হাজার ৯৭০ কোটি টাকা বরাদ্দ, লক্ষ্মী ভাণ্ডারে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। ১৮ হাজার ৬৫০ কোটি টাকা শুধু সামাজিক সুরক্ষা খাতে রাখা হয়েছে বলে এদিন ঘোষণা করা হয়। অন্যদিকে, উচ্চশিক্ষা বিভাগে ৫ হাজার ১৪৩ কোটি ৫ লক্ষ বরাদ্দ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ১৬ হাজার ৩৬৮ কোটি ৩৮ লক্ষ, বিদ্যালয় শিক্ষা বিভাগে ৩৫ হাজার ১৭০ কোটি ৬৭ লক্ষ, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগে ১ হাজার ২৮৪ কোটি ৮০ লক্ষ, যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগে ৭২৭ কোটি ৯৭ লক্ষ এবং তথ্য ও সংস্কৃতি বিভাগে ৮০৪ কোটি ৮৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আবার জনশিক্ষা ও গ্রন্থাগার খাতে ৩৮১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার৷ পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি ও পানীয় জলের জন্য ৩ হাজার ৫৭৯ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷
আরও পড়ুন- রাজ্য বাজেট: স্ট্যাম্প ডিউডিতে বিশেষ ছাড়, পরিবেশ খাতে ৯৭.৪৬ কোটি বরাদ্দ
আরও ঘোষণা হয়েছে, আবাসন খাতে ২৭০ কোটি ৩১ লক্ষ টাকা, মহিলা, শিশু ও সমাজকল্যাণ বিভাগে ১৬ হাজার ৪৫ কোটি ৯৮ লক্ষ, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ৭৭৭ কোটি ৮১ লক্ষ, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে ২ হাজার ১৭১ কোটি ৭৮ লক্ষ, উপজাতি উন্নয়ন বিভাগে ১ হাজার ৬৮ কোটি ৩৮ লক্ষ, শ্রম বিভাগে ১ হাজার ৯৩ কোটি ১৬ লক্ষ এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি বিভাগে ৭১২ কোটি ৮৬ লক্ষ টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়েছে।