এসএসকেএমে চলল গুলি, জখম এসআই!

এসএসকেএমে চলল গুলি, জখম এসআই!

কলকাতা: মারাত্মক ঘটনা ঘটে গেল শহর কলকাতা এসএসকেএম হাসপাতালে। সেখানে হঠাৎ চলল গুলি এবং জখম হয়েছেন কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর! এখন গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। কি কারণে গুলি চলেছে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

প্রাথমিক সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের কর্মরত ছিলেন ওই এসআই। সেখানে হঠাৎ গুলি চলার শব্দ শোনা যায়। এসএসকেএম-এ কর্তব্যরত বাকি পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গিয়ে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ওই এসআই এবং তার পাশে পড়ে রয়েছে সার্ভিস রিভলবার। ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পুলিশ মনে করছে ওই এসআই হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছেন। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আহত ওই পুলিশকর্মীর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তারাও প্রচন্ড আতঙ্কিত। 

আরও পড়ুন- শাসক দলের মুখে বুথ দখলের অভিযোগ! ফিরছে শেষ পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি? 

তবে আরও একটা বিষয় মনে করা হচ্ছে যে, হয়তো কোন ভাবে অসাবধানে গুলি চলে গিয়েছে রিভলবার থেকে। যদিও আত্মহত্যা করার চেষ্টা হয়েছে এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে এই ব্যাপার নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কিছু মন্তব্য করা হয়নি। কিন্তু এই ভাবে শহরের অত্যন্ত নাম করা হাসপাতালের মধ্যে গুলি চলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে আজ শহরের অন্য একটি জায়গায় বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে। তপসিয়ার এটি রবার কারখানায় আগুন লাগে এবং পুড়ে ছাই হয়ে যায় কারখানার একাংশ। জানা গিয়েছে রবারের মতো দাহ্য পদার্থ মজুর থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়, কিন্তু কমপক্ষে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 9 =