কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)! এই মামলায় বেআইনি লেনদেন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতেই তদন্ত নামছে ইডি৷ সূত্রের খবর, শীঘ্রই মামলাকারীদের তথ্য ও নথি সহ তলব করা হবে।
আরও পড়ুন- দিদি-ভাইয়ের অভিমানের প্রাচীর ভেঙে গিয়েছে, দিদির সিদ্ধান্তেই কাজ: বৈশাখী
স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। এবার আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসএসসি মামলার তদন্তভার হাতে নেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর অস্বস্তি খানিকটা বাড়ল বলেই মনে করা হচ্ছে৷
সাধারণত কোথাও বড় অঙ্কের টাকা নয়ছয়ের ইঙ্গিত মিললে সিবিআইয়ের সঙ্গে তদন্তে নামে ইডি-ও। এ রাজ্যেই এর আগে সারদা, রোজ ভ্যালি, নারদ এবং গরু ও কয়লা পাচারকাণ্ডে একযোগে তদন্তে নেমেছে তারা। সূত্রের খবর, এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সংক্রান্ত যাবতীয় মামলা৷
এসএসসি মামলায় প্রথম থেকেই আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে৷ স্কুল শিক্ষক, গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ। টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বহু প্রার্থী। সেই সকল অভিযোগই খতিয়ে দেখবে ইডি। এসএসসি নিয়োগকে কেন্দ্র করে যে টাকার হাতবদল হয়েছে, তা কোথা থেকে এল, এর পরিমাণ কত, শেষ পর্যন্ত তা কোথায় আর কাদের হাতে পৌঁছেছে, সেই সকল বিষয়গুলি জানার চেষ্টা করবেন তদন্তকারী অফিসাররা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>