ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, রাস্তায় শুয়ে পড়লেন অনেকে

ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, রাস্তায় শুয়ে পড়লেন অনেকে

396849a34e0194db5fdc576c72e5bfae

কলকাতা: হাতেগোনা আর কয়েক দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শুরু। তার আগে ফের কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। কারণ এদিন ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন চাকরি প্রার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা, অনেকে শুয়ে পড়েন। এদের প্রত্যেকেই এসএসসি চাকরিপ্রার্থী বলে জানা গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপরতা দেখায় পুলিশ। কয়েকজনকে আটক করা হয়।

বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে আদিগঙ্গায় নেমে যান। সেই দিন আরো অস্বস্তিতে পড়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে ফের একবার সরগরম হল কালীঘাট চত্বর। গত দুই মাসেরও বেশি সময় ধরে সল্টলেকে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরিপ্রার্থীরা কিন্তু কোন সুরাহা হয়নি। তাই ফের একবার আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদিন তাদের বক্তব্য সেই একই। দাবি করা হচ্ছে, কমপক্ষে দুই বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। এরপরেও আন্দোলন চালু থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির গলির সামনে আন্দোলনে সামিল হন তারা প্রত্যেকে। বিভিন্ন প্ল্যাকার্ড এবং পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় তাদের। আন্দোলনকারীদের একটাই দাবি, প্যানেলে যাদের নাম রয়েছে সেইসব প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। 

আরও পড়ুন- কেন্দ্রের পাঠানো টাকা গিয়েছে ভাতিজা অ্যান্ড কোম্পানির ঘরে, তোপ শাহের

সম্প্রতি, সরকারের বিরোধিতায় অভিনব উদ্যোগে দেওয়াল লিখেছেন পার্শ্ব শিক্ষকরা। বাংলা ‘এমন’ মেয়েকে চায় না, দেওয়াল জুড়ে এমনটাই লিখেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ পার্শ্ব শিক্ষকরা। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের তরফে একাধিক এলাকায় দেখা যায় অভিনব দেওয়াল লিখন। সবটাই মূলত তৃণমূল সরকারের বিরোধিতা করে লেখা। ভোটের আগে শাসকদলের তরফ থেকে যে নতুন স্লোগান তৈরি করা হয়েছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, সেই স্লোগানকে বিঁধেই পার্শ্ব শিক্ষকরা লেখেন, ‘মিথ্যা গর্ব নিজেকে নিয়ে, বাংলা চায় না এমন মেয়ে, চারিদিকে আওয়াজ তোলো এই সরকার বদলে ফেলো!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *