বেহালার ক্লাবে রয়েছে তৃণমূলের গুন্ডারা! অভিযোগ তুলে রোষের মুখে শ্রাবন্তী

বেহালার ক্লাবে রয়েছে তৃণমূলের গুন্ডারা! অভিযোগ তুলে রোষের মুখে শ্রাবন্তী

041c73a287319b1795a19239fe4f15a8

কলকাতা: তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার সমর্থিত সিপিআইএম প্রার্থী নিহার ভক্তের বিরুদ্ধে বেহালা পশ্চিমে বিজেপির হয়ে লড়েছেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর লড়াই যে সবচেয়ে কঠিন তা বলতে কোন বাধা নেই। কিন্তু নিজের জমি নিয়ে আশাবাদী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানিয়ে এখন রোষের মুখে। তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন যে বেহালার একাধিক ক্লাবে তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে গুন্ডা পুষে রেখেছে! ইতিমধ্যেই শ্রাবন্তীর এই মন্তব্য নিয়ে বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী বলে অভিযোগ করা হচ্ছে।

শ্রাবন্তী নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ করে জানিয়েছেন, বেহালার একাধিক ক্লাবে তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে গুন্ডাদের পুষে রেখেছে যারা নির্বাচনের সময় ঝামেলা করতে পারে। শ্রাবন্তী আরও জানিয়েছেন, বেহালার এই সমস্ত ক্লাবের দুষ্কৃতীরা সন্ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করেছেন এলাকায়! বিজেপি প্রার্থীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ক্লাবের কর্মকর্তারা। তাদের মধ্যে অধিকাংশ সরাসরি কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হলেও বিজেপি প্রার্থীর এই মন্তব্যের নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এদিকে বিশেষজ্ঞদের একাংশের মতে, কলকাতার দুর্গাপূজা বেহালার ক্লাবগুলির অবদান অনেকটাই বেশি থাকে, বেহালার সমস্ত ক্লাব অনেক পুরনো দিনের। তাই সেই ক্লাব গুলি নিয়ে এই ধরনের মন্তব্য আখেরে বিজেপির ক্ষতি করল। শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজেকে বেহালার মেয়ে বলে দাবি করেছেন, সেই তিনি যখন বেহালার পুরনো ক্লাব গুলি সম্পর্কে এমন মন্তব্য করেন তখন স্বাভাবিকভাবে বিতর্ক সৃষ্টি হয়। 

আরও পড়ুন- মহিলা ভোটারকে বুথে যেতে বাধা, হুমকি, কিন্তু কেন? নেপথ্য কাহিনী কী?

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দাবি করেছে, বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং অপমানজনক। তাদের বক্তব্য, শ্রাবন্তী নিজেই বুঝিয়ে দিয়েছেন যে তিনি বেহালাকে এতোটুকু চেনেন না এবং জানেন না। বেহালার সাধারণ মানুষ নির্বাচনী ঠিক এর উত্তর দিয়ে দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পুজো কমিটি গুলিকে যে অর্থ দিয়েছে তা কোনো রাজনৈতিক রঙ দেখে দেওয়া হয়নি বলেও স্পর্শ বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *