কলকাতায় এসে গেল রাশিয়ার স্পুটনিক ভি, কোথায় মিলবে এই টিকা? দামই বা কত?

কলকাতায় এসে গেল রাশিয়ার স্পুটনিক ভি, কোথায় মিলবে এই টিকা? দামই বা কত?

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ৷ এই পরিস্থিতিতে পর্যাপ্ত টিকাকরণ নিয়েও বারবার প্রশ্ন উঠেছে৷ তবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পাশাপাশি ভারতের হাতে ইতিমধ্যেই চলে এসেছে করোনার বিরুদ্ধে লড়াইয়ের তৃতীয় অস্ত্র রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি৷ আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার তা এসে পৌঁছল রাজ্যে৷ 

আরও পড়ুন- নারদ মামলায় হলফনামা পেশ কল্যাণের, আগে জামিনের শুনানি চাইছে হাইকোর্ট

প্রসঙ্গত, কলকাতার অ্যাপোলে হাসপাতালে চলছিল স্পুটনিক ভি-র ট্রায়াল৷ অ্যাপোলো হাসপাতাল থেকেই শুরু হচ্ছে স্পুটনিক ভি টিকা দেওয়ার কাজ৷ আগামী ২ দিনের মধ্যে শুরু হবে স্পুটনিকের টিকাকরণ৷ বাছাই করা কয়েকজনের উপর প্রয়োগ করা হবে৷ কিন্তু কী ভাবে টিকার জন্য বুকিং করতে হবে? জানা গিয়েছে, বাকি টিকার মতোই স্পুটনিক ভি’র জন্যেও কো-উইন অ্যাপে স্লট বুক করতে হবে৷ তার ভিত্তিতে যে তারিখ পাওয়া যাবে, সেদিনই অ্যাপোলো থেকে টিকা নিতে হবে৷ সোমবার থেকে শুরু হচ্ছে স্পুটনিক ভি’র টিকাকরণ৷  

এই টিকার দাম কতপড়বে? জানা গিয়েছে, স্পুটনিক ভি’র একটি ডোজের দাম পড়বে ১ হাজার ২৫০ টাকা৷ অর্থাৎ ২টি ডোজের জন্য দিতে হবে ২ হাজার ৫০০ টাকা৷ প্রথম ডোজ নেওয়ার ২১ দিনের মধ্যে নিতে হবে দ্বিতীয় ডোজ৷ তবে রাজ্য সরকারের তরফে এই ভ্যাকসিন দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + four =