যাতায়াতে কিছুটা স্বস্তি, আরও বাড়ছে ‘স্পেশাল মেট্রো’

যাতায়াতে কিছুটা স্বস্তি, আরও বাড়ছে ‘স্পেশাল মেট্রো’

কলকাতা: গত ১৬ তারিখ থেকে শুরু হয়েছে ‘স্পেশাল’ মেট্রো পরিষেবা। এতদিন সারাদিন আপ এবং ডাউন মিলিয়ে চলছে ১২ টি স্পেশাল মেট্রো। সকালে তিনটে এবং বিকেলে তিনটে মেট্রো। জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরা চড়তে পাচ্ছেন এই মেট্রো। এতে যাতায়াতের সুবিধা পাচ্ছেন হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যম থেকে শুরু করে বিমা সংস্থায় কর্মরত বা পুলিশকর্মীরা। মেট্রোয় যাতায়াতের জন্য ওই সব ক্ষেত্রের কর্মীদের বাধ্যতামূলক ভাবে পরিচয়পত্র দেখাতে হচ্ছে। তবে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন এমন যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় মেট্রো রেল কর্তৃপক্ষ আরও বেশি করে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 

সব ধরনের কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে ৩১ জোড়া ট্রেন চলবে বলে জানানো হয়েছে। দিনের প্রথমার্ধে দুই প্রান্ত থেকে সকাল সাড়ে আটটায় প্রথম এবং সাড়ে এগারো টায় শেষ ট্রেন ছাড়বে। বিকাল পৌনে চারটায় প্রথম এবং সাড়ে ছটায় শেষ ট্রেন ছাড়বে বলে রেলের তরফে জানানো হয়েছে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন এমন যাত্রীরাই একমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করে এই ট্রেনে উঠতে পারবেন।

আরও পড়ুন- রাজভবন অনুমোদন দেয়নি, যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বাড়াল রাজ্য

রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার যে বিধি-নিষেধ জারি করেছিল মাসের বাকি দিনগুলোতেও বজায় থাকবে বলে ঘোষণা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। বেশ কিছু নিয়ম শিথিল করা হলেও কয়েকটি পরিষেবা আপাতত বন্ধ থাকছে। মেট্রো চালু হলেও লোকাল ট্রেন যে এখন চালু হচ্ছে না তা গতকাল স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার করোনা পরিস্থিতি সামলানোর পরেই লোকাল ট্রেন চালুর কথা ভাবা হবে বলে জানান তিনি। মমতা কথায়,  ট্রেন বন্ধ থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ায় পণ্য পরিবহনে সেই ভাবে সমস্যা হচ্ছে না। কারণ, সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহণে ছাড় দেওয়া রয়েছে। উল্লেখ্য গত ৬ মে থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত বিধি নিষেধ জারি থাকবে রাজ্যে বলে আগেই জানান হয়েছিল। এই সময় শুধু ট্রেন নয়, বাস, লঞ্চ ইত্যাদি গণপরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *