কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারত৷ পরিস্থিতি কিছুটা সামলে উঠতেই বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ এতে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় সবচেয়ে বেশি৷ তৃতীয় ঢেউয়ে সংক্রমণের কথা মাথায় রেখে বাচ্চাদের জন্য নতুন ডায়েট চার্ট তৈরি করল স্বাস্থ্য দফতর৷
আরও পড়ুন- রাজ্যের ৫ জেলায় অধিকাংশের শরীরেই তৈরি অ্যান্টিবডি, বলছে ICMR-এর সেরো সার্ভে রিপোর্ট
অন্যদিকে, এরই মধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সেরো সার্ভের রিপোর্ট বলছে, বাংলার ৫ জেলায় অধিকাংশের শরীরেই তৈরি হয়ে গিয়েছে অ্যান্টিবডি৷ তবে কোনও রকম ঢিলেমি নয়৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ মৃত্যু হয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের৷ এই অবস্থায় কত জনের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার সন্ধান পেতেই চতুর্থ দফায় সেরো সার্ভে করে আইসিএমআর৷ জুন ও জুলাই মাসে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই সার্ভে করা হয়৷
এদিকে, আসন্ন তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখেই শিশু চিকিৎসায় পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে৷ পাশাপাশি চিকিৎসার সময় তাদের ডায়েটের ওপরও জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। তাতে ১ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য দু’ধরনের ডায়েটের কথা উল্লেখ করা হয়েছে৷ জোড় দেওয়া হয়েছে পুষ্টিকর খাদ্যের উপরে৷
আরও পড়ুন- উদ্বেগ বাড়ছে রাজ্যে, করোনা গ্রাফে স্বস্তি মিলছে না
চিকিসকের কথায়, যাঁদের ভ্যাকসিন দেওয়া হয়নি তাঁদের কোভিড হওয়ার সম্ভাবনাও বেশি৷ অনেকের জটিলতাও বাড়তে পারে৷ সেক্ষেত্রে তাঁদের পুষ্টির দিকে বিশেষ নজর রাখতে হবে৷ কারণ খাওয়া দাওয়ার উপর নির্ভর করে তারা কতটা লড়াই করতে পারবে৷ তাই তাদের ডায়েট চার্টে পরিবর্তনের সঙ্গে সঙ্গে বরাদ্দও বাড়ানো হয়েছে৷