কাঁথি: শ্মশান-দুর্নীতি মামলায় কাঁথি থানার পুলিশ তলব করেছিল বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। শুক্রবার সকালে সেই তলবে সাড়া দিয়ে থানায় যান সৌমেন্দু। জানা গিয়েছে, তাঁকে প্রায় ১০ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সৌমেন্দু নিজে জানিয়েছেন, তাঁকে বসিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন- অর্থ কমছেই না! ব্যবসায়ী আমিরের আরও ২০ কোটি টাকা উদ্ধার
টানা ১০ ঘণ্টা ১০ মিনিটের এই জিজ্ঞাসাবাদ নিয়ে বিজেপি অভিযোগ করেছে যে, এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে। তবে তৃণমূল কংগ্রেস তার পাল্টা দিয়ে দাবি করেছে, পুরোটাই প্রশাসনিক ব্যাপার, এর মধ্যে কোনও রাজনীতি নেই। কিন্তু এখন সৌমেন্দুকে এত ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাইকে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে অন্যতম ছিল পুরসভার ত্রিপল-দুর্নীতি, শ্মশান-দুর্নীতি সংক্রান্ত মামলা। সারদার নথি উধাও সংক্রান্ত অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।
শ্মশানের জমিতে বেআইনিভাবে দখল করে সেখানে দোকান বসিয়ে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপির বক্তব্য, যে সময়ের দুর্নীতির কথা বলা হয়েছে সেই সময় তিনি তৃণমূলে ছিলেন। এখন সিআইডি তৎপর হয়েছে। কিন্তু কোনও অভিযোগই শাসকদল প্রমাণ করতে পারবে না বলেই দাবি।