কলকাতা: প্রথমে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশি অভিযানের পর গার্ডেন রিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল ১৭ কোটিরও বেশি টাকা। তারপর প্রায় ৪৮ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করে ইডি। এবার গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের আরও ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। আগেই আমিরের সল্টলেকের অফিসে হানা দিয়ে দেড় হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছিল পুলিশ। সেই সব অ্যাকাউন্ট থেকেই এই অর্থ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- বাগুইআটি খুনের মোটিভ নিয়ে উঠছে নানা প্রশ্ন, নেপথ্যে কি সম্পর্ক জনিত কারণ?
পুলিশ সূত্রে খবর, এই সব অ্যাকাউন্ট থেকে অবৈধ উপায়ে টাকার লেনদেন করা হত। ক্রিপ্টোকারেন্সিতেও টাকা বিনিয়োগ করা হত বলে জানতে পেরেছে তারা। এরপরেই অ্যাকাউন্টগুলির নথিপত্র যাচাই করে এই টাকা উদ্ধার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর কলকাতা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পার্ক স্ট্রিট, মোমিনপুরের বন্দর, গার্ডেনরিচ সহ বহু জায়গায় হয় অভিযান। সেই তল্লাশিতেই গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে উদ্ধার হয় মোট ১৭ কোটি ৩২ লক্ষ টাকা। ঘরের খাটের তলা থেকে সেই টাকা উদ্ধার হয়। একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে বহু গ্রাহককে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে আমির-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে।
টাকা উদ্ধারের বেশ কিছু দিন পর উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় তাকে। ইডি মনে করছে, গেমিং ও ডেটিং সাইট থেকে জালিয়াতি করে হাতানো কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করা হয়েছে। আরও টাকা যে উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে তা অনুমান করাই হচ্ছিল। এবার সেই টাকাও পাওয়া গেল।