কলকাতা: শাসকদলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে শুভেন্দু অধিকারী বারবার ছুটে গিয়েছেন রাজ্যপালের দুয়ারে নালিশ জানাতে৷ তা নিয়ে অবশ্য কটাক্ষ করতেও ছাড়েনি তৃণমূল৷ সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ উঠতেই রাজ্যের মুখ্যসচিবকে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্য সচিবকে তলব করতেই আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ আরও একবার শুভেন্দুকে ‘রাজ্যপালের জামাই’ বলে কটাক্ষ করলেন তিনি৷
আরও পড়ুন- ‘তোমাকে চাই’-এর আবেগ ভুলে বিতর্কিত অধ্যায় লিখলেন কবীর সুমন
সৌগতর প্রশ্ন, ‘শুভেন্দু অধিকারীর অভিযোগকে কেন এত বেশি গুরুত্ব দেন রাজ্যপাল? তাঁর দাবি, মুখ্যসচিবকে এভাবে ডেকে পাঠানোর কোনও এক্তিয়ারই নেই রাজ্যপালের। আর মুখ্যসচিবও হাজিরা দিতে বাধ্য নন৷ জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকে চরমে রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ এর আগেও বহুবার একাধিক ইস্যুতে সংঘাত বেঁধেছে রাজ্য ও রাজ্যপালের মধ্যে। এভাবে মুখ্যসচিবকে বারবার তলব করায় ক্ষুব্ধ রাজ্য সরকার। এদিন সৌগত বলেন, শুভেন্দু অধিকারী কোনও অভিযোগ জানালে, তাতে অনেক বেশি গুরুত্ব দেন রাজ্যপাল। ‘‘শুভেন্দুর প্রতি ওঁর কী বিশেষ কোনও দায়িত্ব আছে? আমরা যেটা বলি সেটাই কি সত্যি? সত্যিই কি ওঁর জামাই?’’
তিনি আরও বলেন, নেতাইতে তেমন কিছুই হয়নি। ঘটনার বিবরণ দিয়ে সৌগত জানান, ৭ জানুয়ারি বিরোধী দলনেতা যখন নেতাইয়ের শহিদদের সম্মান জানাতে গিয়েছিলেন, তখন অনেক বেলা হয়ে গিয়েছে৷ কিন্তু ওই দিন সকাল থেকেই নেতাইয়ে তৃণমূলের মিটিং চলছিল৷ তাই পুলিশ বলেছিল, অন্য জায়গায় গিয়ে সম্মান জানাতে। পুলিশের নির্দেশ মতো শুভেন্দু অন্যত্র গিয়ে সম্মান জানান৷ এত দিন পর কেন সেই বিষয়টি তুলে আনা হচ্ছে? প্রশ্ন তোলেন সৌগত।