‘তোমাকে চাই’-এর আবেগ ভুলে বিতর্কিত অধ্যায় লিখলেন কবীর সুমন

‘তোমাকে চাই’-এর আবেগ ভুলে বিতর্কিত অধ্যায় লিখলেন কবীর সুমন

কলকাতা:  ৯০-এর দশকে যাঁদের বেড়ে ওঠা, তাঁদের জীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে কবীর সুমনের গান৷ ১৯৯২ সালে রিলিজ হওয়া ‘তোমাকে চাই’ আজও সমানভাবে জনপ্রিয় যুবসমাজের মনে৷ এই অ্যালবাম সমাজে এক নতুন ধারার জন্ম দিয়েছিল৷ এছাড়াও বসো আঁকো, ইচ্ছে হল, গানওয়ালা.. একের পর এক হিট অ্যালবাম রয়েছে তাঁর নামে৷ 

আরও পড়ুন-পরপর দু’টি কন্যা সন্তান, সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা, বধূকে নারকীয় অত্যাচার স্বামীর

১৯৪৯ সালের ১৬ মার্চ ওডিশার কটক শহরে জন্ম সুরকার, গীতিকার, গায়ক, সাংবাদিক, লেখক, অভিনেতা, রাজনীতিবিদ সুমন চট্টোপাধ্যায়ের৷ হ্যাঁ, জন্মসূত্রে তিনি এই নামেই পরিচিত ছিলেন৷  ২০০০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি কবীর সুমন হন৷ যা নিয়ে সেই সময় কম বিতর্ক হয়নি৷ এর পর নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষিজমি রক্ষা আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নামেন৷ সক্রিয়ভাবে সেই আন্দোলনে যোগদান করেন৷ এর পরেই সক্রিয় রাজনীতিতে তাঁর আবির্ভাব ঘটে৷  ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান এবং জয়লাভ করে সাংসদ হন কবীর সুমন৷ তবে নানা সময় নানা বিতর্কিত মন্তব্যে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন গায়ক৷

একদা বাংলা সংস্কৃতির দুনিয়ায় আলোড়ন ফেলেছিলেন কবীর সুমন৷ যাঁর গান একদিন যুব সমাজকে বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিল, সেই কবীর সুমনের মুখেই শোনা গেল অশ্রাব্য গালিগালাজ৷  শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একটি অডিয়ো রেকর্ডিং ভাইরাল হয়ে যায়৷ একটি বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিকের সঙ্গে ফোনালাপের সেই রেকর্ডিং ঘিরেই সরগরম রাজ্য৷ ওই পুরুষ কন্ঠ কবীর সুমনের৷ সে কথা নিজেই স্বীকার করে নিয়েছেন গায়ক৷ ওই অডিয়োটিতে সংশ্লিষ্ট সাংবাদিককে গালিগালাজ করতে শোনা যায় তাঁকে৷ যে শব্দগুচ্ছ কোনও সংবাদমাধ্যমে প্রকাশ করা সম্ভব হয়নি৷ তাঁর এই রেকর্ডিং ভাইরাল হতেই সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে৷ শুধু নামজাদা প্রতিষ্ঠিত ব্যক্তিরাই নয়, সমালোচনায় সরব হয়েছে সাধারণ মানুষ৷ তীব্র সমালোচনা করেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এই তীব্র সমালোচনা দুমড়ে মুচড়ে দিয়েছে তাঁকে জড়িয়ে থাকা আম বাঙালির সেই আবেগকে৷ শিল্পীর মুখ থেকে এইধরনের শব্দচয়ন মেনে নিতে পারছে না তাঁর ভক্তরাও৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =