বল কুড়োতে গিয়ে মিলল নর-কঙ্কাল, তীব্র চাঞ্চল্য ভাটপাড়ায়

বল কুড়োতে গিয়ে মিলল নর-কঙ্কাল, তীব্র চাঞ্চল্য ভাটপাড়ায়

ভাটপাড়া: ভাটপড়ায বোমা-গুলি আকছাড়৷ এবার ভাটপাড়া থেকে উদ্ধার হল একটি নর কঙ্কাল৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে ভাটপাড়া পুরসভা এলাকার শ্যামনগরের একনম্বর গুড়দহ লিচুতলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ৷ ইতিমধ্যে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে৷ তবে ঘটনার জেরে এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক৷ পরিস্থিতির জন্য তাঁরা দুষছেন পুলিশ কর্তাদেরই৷ 

আরও পড়ুন- রাজ্যে নতুন আতঙ্ক! করোনার দোসর হয়ে ফের চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ভাটপাড়া পুরসভা এলাকার শ্যামনগরের একনম্বর গুড়দহ লিচুতলায় রয়েছে একটি পরিত্যক্ত কবরখানা। পাশেই খেলার মাঠ৷ সোমবার সকালে স্থানীয় বাচ্চারা ওই মাঠে খেলতে গিয়ে দেখে কী একটা যেন পড়ে রয়েছে৷ কাছে গিয়ে তারা দেখে সেটা মানুষের কঙ্কাল৷ ভয়ে ভুত ভুত বলে দৌড়ে পালায় তারা৷ বাচ্চাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় মানুষ৷ কঙ্কালকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য৷ 

আরও পড়ুন- অন্যের হয়ে বি.টেক প্রবেশিকা! নিউটাউন থেকে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

এর পর স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেয়৷ অকুস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ৷ পুলিশের প্রতি তীব্র ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের কথায়, ‘‘ভোট মিটলেও হামেশাই গুলি, বোমার ঘটনা ঘটছিল৷ এবার কঙ্কালও উদ্ধার হল৷ এসব কিছু হচ্ছে স্রেফ পুলিশি নিস্ক্রিয়তার জন্য৷’’ যদিও পুলিশ জানিয়েছে, কঙ্কালটি কিভাবে এখানে এল, কঙ্কালটি কতদিনের পুরনো তা জানার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে৷ একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + two =