লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে সরলীকরণ, নয়া সিদ্ধান্ত রাজ্যের

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে সরলীকরণ, নয়া সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথির নিয়মে সরলীকরণ করল রাজ্য সরকার৷ এই প্রকল্পে নাম নথিভুক্ত করার নিয়ম আরও সহজ হল৷ নয়া নিয়ম অনুযায়ী, স্বাস্থ্যসাথী, আধার সহ অন্যান্য নথি না থাকলেও আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে৷ যোগ্য বিবেচিত হলেই লক্ষ্মীর ভাণ্ডারে অন্তর্ভুক্ত৷ 

আরও পড়ুন- প্রকাশ্যে প্রেমিকযুগলের চুল কেটে ‘নীতি-পুলিশগিরি’ প্রাক্তন বিজেপি নেত্রীর

শুক্রবারই নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে৷ যে নির্দেশিকায় বলা হয়েছে,  যদি কোনও উপভোক্তা স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড ও জাতিগত সংশাপত্র পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন, তাহলে তাঁর নাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনুমোদন করতে হবে৷ প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগের যে নির্দেশিকা ছিল তাতে বলা হয়েছিল, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড বা জাতিগত সংশাপত্র থাকলে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনুমোদন করা হবে৷ কিন্তু দেখা যায় এই নথির গন্ডোগোলে ৩৫ লক্ষ আবেদন অসম্পূর্ণ হয়ে রয়েছে৷ অনেক ক্ষেত্রেই দেখা যায় আধার কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড নেই৷ 

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করতে গিয়ে দেখা যায় বহু মহিলারই এখনও আধার কার্ড নেই৷ এই পরিসংখ্যান হাতে আসার পরেই নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়৷ সেই বৈঠকের পরেই এই নির্দেশিকা জারি করে রাজ্য নারী ও শিশু কল্যাণ দফতর৷ প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ১ কোটি ৬০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে৷ এদিকে কোনও উপভোক্তা স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড বা কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা তা ঠিক করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা৷ তাঁরা যোগ্য হলে আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য৷ অসম্পূর্ণ আবেদনগুলির ক্ষেত্রে এই সরলীকরণের নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *