প্রকাশ্যে প্রেমিকযুগলের চুল কেটে ‘নীতি-পুলিশগিরি’ প্রাক্তন বিজেপি নেত্রীর

প্রকাশ্যে প্রেমিকযুগলের চুল কেটে ‘নীতি-পুলিশগিরি’ প্রাক্তন বিজেপি নেত্রীর

 

কৃষ্ণনগর: আইনের শাসন নিজের হাতে তুলে নিলেন প্রাক্তন বিজেপি নেত্রী৷ ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ এক প্রেমিক প্রেমিকাকে নিগ্রহ সহ তাদের চুল কেটে দিয়ে গ্রেপ্তার হলেন প্রাক্তন বিজেপি নেত্রী তথা বর্তমান সমাজকর্মী বাবলী মুখোপাধ্যায়৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি ১৮ বছরের ছেলে এবং নাবালিকা মেয়ের প্রেম এবং তাদের কিছু অশ্লীল ছবি মোবাইলে দেখতে পেয়ে তাদের দুজনকে প্রকাশ্যে রাস্তায় মারধরসহ তাদের চুল কেটে নিজের ফেসবুকে ছড়িয়ে দেয় ওই প্রাক্তন বিজেপি নেত্রী। শুধু তাই নয় ঘটনার খবর পুলিশ পেয়ে বাবলী মুখোপাধ্যায়কে তা মুছে ফেলতে  বলেন।

কিন্তু বাবলী পুলিশের কথার কোনও কর্ণপাত করেননি বলে অভিযোগ। উল্টে অসংখ্য ছবি ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ঘটনা জানাজানি হতেই রাতেই বাবলীকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ বাবলী মুখোপাধ্যায়কে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে খবর, এক সময় রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তাকে প্রথম সারিতে দল করতে দেখা গেছে। বর্তমানে তিনি দল ছেড়ে সমাজকর্মী হিসেবে মানুষকে পরিচয় দিতেন। নিজে ভিজিটিং কার্ডে ব্যক্তিগত মিডিয়ার সাথে যুক্ত হিসেবেও মানুষকে জানাতেন। এহেন সমাজ কর্মীর এমন আচরণে জনমানসে তীব্র প্রতিক্রিয়ৈ তৈরি হয়েছে৷

সাধারণ বাসিন্দারা বলছেন, অভিযুক্ত মহিলা যেভাবে নিজের হাতে আইন তুলে নিয়েছেন তা ঠিক নয়৷ এর ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে৷ ওঁনার কোনও অভিযোগ থাকলে উনি পুলিশের সাহায্য নিতে পারতেন৷ তা না করে যেটা করেছেন সেটা আসলে নৃশংস অত্যাচার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =