হাইভোল্টেজ নন্দীগ্রামে কি সম্মুখ সমরে মমতা-শুভেন্দু?

হাইভোল্টেজ নন্দীগ্রামে কি সম্মুখ সমরে মমতা-শুভেন্দু?

aed74eec0a6372d6036463884d8d7ab9

কলকাতা:  একুশের ভোটে হাইভোল্টেজ নন্দীগ্রাম৷ এই কেন্দ্র থেকে ভোটে লড়ার কথা আগেই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের উত্তাপ বাড়িয়ে এই নন্দীগ্রাম থেকেই লড়তে চাল শুভেন্দু অধিকারী৷ দিল্লির বৈঠকে সেই ইচ্ছার কথাই প্রকাশ করেছেন তিনি৷ তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল৷ 

আরও পড়ুন-  পার্থ, অরূপ, সুব্রত, জাভেদের বিপক্ষে তারকা প্রার্থী দিতে চলেছে বিজেপি

 
বৃহস্পতিবার জেপি নাড্ডার বাসভবনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি’র কোর কমিটির সদস্যরা৷ প্রতিটি আসনের জন্য     তিনটি নাম প্রস্তাব করা হয়েছে৷ আজ প্রথম ও দ্বিতীয় দফায় ৬০টি আসনের প্রার্থী নিয়ে আলোচনা হয়৷ এই ৬০টি আসনে কারা প্রার্থী হবেন, তা প্রায় ঠিক হয়ে গিয়েছে৷ তবে কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে৷ আর এই ৬০টি আসনের মধ্যেই রয়েছে হাইভোল্টেজ নন্দীগ্রাম৷ এই কেন্দ্রে নিজে থেকে প্রার্থী হতে চেয়েছেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দল৷ নন্দীগ্রামে কাকে বিজেপি’র প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে৷ 

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন তিনি৷ আগামী ১১ মার্চ নন্দীগ্রাম থেকে নমোনয়নপত্রও জমা দেবেন৷ কিন্তু এই কেন্দ্রে বিজেপি’র মুখ কে হবে, তা এখনও অস্পষ্ট৷ শুভেন্দুর অর্জিতে সিলমোহর পড়লে, নন্দীগ্রামে সম্মুখ সমরে নামবেন মমতা-শুভেন্দু৷ 

এদিন জেপি নাড্ডার বাসভবনে ম্যারাথন বৈঠক হয়৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা৷ আবার ডোমজুড় কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তিনি আশাবাদী পুরনো কেন্দ্র থেকেই ভোটে দাঁড়াতে পারবেন৷ তবে ডোমজুড় কেন্দ্রে ভোট হবে চতুর্থ দফায়৷ ফলে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তেমনই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর নন্দীগ্রাম নিয়ে চূড়ান্ত ফয়সলা করা হবে বলে মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- পক্ষপাতমূলক আচরণ! ডেপুটি নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে চিঠি তৃণমূলের

এদিনের বৈঠক প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ প্রথম দু’টি পর্ব নিয়ে আলোচনা হয়েছে৷ সন্ধ্যায় সংসদীয় কমিটির বৈঠক রয়েছে৷ ওই বৈঠকে আবার প্রার্থী তালিকা নিয়ে আবোচনা হবে৷ শুভেন্দু অধিকারী নিজে থেকে নন্দীগ্রামে লড়তে চেয়েছেন৷ বাকিটা দলের সিদ্ধান্ত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *