বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত শুভেন্দু

বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত শুভেন্দু

কলকাতা:  ইঙ্গিত যেমন ছিল, তেমনই ছিল জল্পনা৷ এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী৷ সোমবার বিরোধী দলনেতা হিসাবে তাঁর নাম ঘোষণা করল বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব৷

আরও পড়ুন- মমতার মন্ত্রিসভায় একাধিক রদবদল, কার হাতে গেল কোন দফতর?

আজ রাজভবনে শপথ নেন মমতার মন্ত্রিসভার সদস্যরা৷ তাঁদের মধ্যে আজ দফতর বণ্টনও করা হয়৷ মমতার মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করা হল শুভেন্দু অধিকারীর নাম৷ সোমবার হেস্টিংসে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ,  সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব, বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ বিশিষ্ট নেতারা৷ এই বৈঠকে মুকুল রায় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। এর পর ২২ বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা নির্বাচিত হন নন্দীগ্রামের বিধায়ক৷ তবে  বিরোধী দলনেতা হিসাবে অন্য কারও নাম প্রস্তাবিত হয়নি বলেই সূত্রের খবর৷ দলের ৭৭ জন বিধায়কের উপস্থিতিতেই শুভেন্দু অধিকারীর নাম চূড়ান্ত করা হয়৷ 

আরও পড়ুন- ‘শিক্ষা’ হাতছাড়া পার্থর

যদিও বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দুর পাশাপাশি মুকুল রায়ের নাম নিয়েও জল্পনা ছিল৷ অনেকে বলছেন এই দৌড়ে ছিলেন মদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাও৷ তবে অবশেষে সব জল্পনায় ইতি৷ বিরোধী নেতা হিসাবে নির্বাচিত শুভেন্দু৷ তিনি বিরোধী দলনেতা নির্বাচিত হলেও একটি বিষয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে৷ কারণ দলের অন্দরে কানাঘুষো, মুকুল রায় বা শুভেন্দু অধিকারী, কারোর সঙ্গেই খুব একটা সমৃণ সম্পর্ক নয় দিলীপ ঘোষের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + three =