নাড্ডার সভায় বসার আসন না পেয়ে ফিরলেন শোভন-বৈশাখী

নাড্ডার সভায় বসার আসন না পেয়ে ফিরলেন শোভন-বৈশাখী

কলকাতা: ভোটের মুখে ফের রাজ্য সফরে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ আজ দিনভর কর্মসূচির পর সন্ধ্যায় সায়েন্স সিটিতে বিশিষ্টজনেদের সঙ্গে সভা ছিল ডেপি নাড্ডার৷ কিন্তু অডিটোরিয়ামে গিয়েই ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন-  পেট্রোল-ডিজেলের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা রাজ্যের

বৃহস্পতিবার বিজেপি’র সর্বভারতীয় সভাপতির ডাকে সায়েন্স সিটিতে বিশিষ্টজনেদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ এদিন ৬ টা ৫৭ মিনিটে তিনি সায়েন্স সিটিতে পৌঁছন৷ এর ঠিক আধ ঘণ্টা আগেই ভরে গিয়েছিল গোটা অডিটোরিয়াম৷ সামনের সারির সমস্ত চেয়ার বয়ে পড়েছিলেন বিশিষ্ট অতিথিরা৷ বলা যায় কোনও চেয়ারই ফাঁরা ছিল না৷ এদিকে, অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে অডিটোরিয়ামে পৌঁছন শোভন-বৈশাখী৷ ভিতরে ঢুকে প্রথম সারির আসনে বসার জায়গাও খুঁজতে দেখা যায় তাঁদের৷ কিন্তু বসার আসন ফাঁকা না থাকায় সেখান থেকে তাঁরা বেরিয়ে যান বলেই সূত্রের খবর৷ যদিও সেই কথা তাঁরা স্বীকার করেননি৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে৷ অন্য কাজে ব্যস্ত থাকায় চলে যেতে হচ্ছে৷’’ 

আরও পড়ুন- জাল কেটে বিরল প্রজাতির পাখি চুরির অভিযোগ! হুলস্থূল চিড়িয়াখানায়

এদিকে এদিনও সায়েন্স সিটিতে নাড্ডার মুখে শোনা যায় আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা৷ তিনি বলেন, দেশের ৫৫ কোটি মানুষ আয়ুষ্মান প্রকল্পের সিবিধা পেয়েছেন৷ প্রতি বছর পাঁচ লক্ষ টাকা হেলথ কভারেজ দেওয়া হচ্ছে তাঁদের৷ কিন্তু এর থেকে বঞ্চিত বাংলা৷ এছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা থেকেও বঞ্চিত বাংলার ৭৩ লক্ষ কৃষক৷ মে মাসে ডবল ইঞ্জিন সরকার গড়ে তোলার ডাকও দেন তিনি৷ তিনি বলেন, ক্ষমতায় এসে প্রতিটি কৃষককে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে হবে৷ আর স্বচ্ছভারত অভিযান শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, মেয়েদের সম্মান রক্ষার অস্ত্র হিসাবে কাজ করেছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =