জাল কেটে বিরল প্রজাতির পাখি চুরির অভিযোগ! হুলস্থূল চিড়িয়াখানায়

জাল কেটে বিরল প্রজাতির পাখি চুরির অভিযোগ! হুলস্থূল চিড়িয়াখানায়

কলকাতা: আলিপুর চিড়িয়াখানা থেকে জাল কেটে বিরল প্রজাতির বিদেশি পাখি চুরি করে নেওয়ার অভিযোগ। আজ ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চুরি যাওয়া পাখি গুলোর নাম কিল, বিল, টাওসেন। এই পাখিগুলো ভেনেজুয়েলা এবং মেক্সিকোতে পাওয়া যায়। গতকাল মধ্য রাতে পাখি গুলো চুরি করা হয়। 

পুলিশ সূত্রে খবর, কাল চিড়িয়াখানা বন্ধ হওয়ার সময় দর্শনার্থীদের মধ্যে কেউ কৌশলে ভেতরে থেকে যায়। সেই রাতের অন্ধকারে জাল কেটে পাখিগুলো চুরি করে নেয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষর অভিযোগের ভিত্তিতেবতদন্ত শুরু করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। ওয়াটগঞ্জ থানাকে তদন্তে বিশেষ সহায়তা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। খতিয়ে দেখা হচ্ছে চিড়িয়াখানার সমস্ত সিসিটিভি ফুটেজ। পাচার হাওয়ার আগে পেট্রাপোলে ধরা পড়েছে এই পাখি৷ তারপর বনদফরের মাধ্যমে চিড়িয়াখানা রাখা হয়। জানা গিয়েছে, চিড়িয়াখানা সংলগ্ন অরফ্যানগঞ্জ রোডের দিকে একটা মই পাওয়া গিয়েছে ৷ চোর সেখান থেকেই উঠে চিড়িয়াখানায় ঢুকেছিল বলে অনুমান পুলিশের ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 8 =