ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা

ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা

কলকাতা:   এতদিন ভ্যাকসিনের ঘাটতির অভিযোগ ছিল রাজ্যজুড়ে৷ সেই সঙ্গে দেখা দিয়েছে ভ্যাকসিনের সিরিঞ্জের ঘাটতিও৷ সেই ঘাটতি মেটাতেই বাজার থেকে সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা৷ সিরিঞ্জের সমস্যা মেটাতে  ৫০ হাজার সিরিঞ্জ কেনা হল৷ 

আরও পড়ুন- ‘দু’জন একসঙ্গে পথ চলব’, বিয়ের পর চন্দনাকে ছেড়ে থাকতে নারাজ কৃষ্ণ

জানা গিয়েছে, রাজ্য জুড়ে ২০ লক্ষ সিরিঞ্জের ঘাটতি রয়েছে৷ টিকাকরনের জন্য পর্যাপ্ত সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য দফতর প্রয়োজন মতো সিরিঞ্জ দিচ্ছে না কলকাতা পুরসভাকে। তাই বেশ কয়েকদিন ধরেই বাজার থেকে সিরিঞ্জ কিনতে হচ্ছে পুরসভা কর্তৃপক্ষকে। সিরিঞ্জ কেনার জন্য স্বাস্থ্য ভবনের কাছে অনুমতি চেয়েছিল কলকাতা পুরসভা৷ সূত্রের খবর, স্বাস্থ্য ভবন বাজার থেকে সিরিঞ্জ কেনার অনুমতি দেয়৷  

কেন্দ্রের তরফে যত ডোজ পাঠানো হয়েছিল সেই অনুপাতে সিরিঞ্জও পাঠানো হয়৷ কিন্তু এর পরেও ঘাটতি মেটেনি৷ আসলে রাজ্য সরকারও ভ্যাকসিনের ১৭ লক্ষ ডোজ কিনেছিল। কিন্তু সেই অনুপাতে সিরিঞ্জ কেনা হয়নি। মাত্র ১০ লক্ষ সিরিঞ্জ কেনা হয়৷ যার জেরেই সমস্যা তৈরি হয়৷ 

আরও পড়ুন- শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান, BJP কর্মীদের উপর হামলা, উত্তপ্ত পাঁশকুড়া

এদিকে  কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দু’টি টিকাই যথেষ্ট,  নাকি এর পর বুস্টার টিকাও নিতে হবে? আপাতত এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ যদিও এই বিষয়ে যথেষ্ট তথ্য নেই ভারতের হাতে। আগামী বছরের মধ্যে এই সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন এমস প্রধান রণদীপ গুলেরিয়া। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =