‘দু’জন একসঙ্গে পথ চলব’, বিয়ের পর চন্দনাকে ছেড়ে থাকতে নারাজ কৃষ্ণ

‘দু’জন একসঙ্গে পথ চলব’, বিয়ের পর চন্দনাকে ছেড়ে থাকতে নারাজ কৃষ্ণ

বাঁকুড়া:  স্বামী, সন্তানকে ছেড়ে গাড়ির চালিককে বিয়ে করেছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি৷ দিন কয়েক আগে এই খবরে শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে৷ চন্দনার একমাথা সিঁদুর পরা ছবিও ভাইরাল হয়ে যায়৷ যদিও গোটা ঘটনাটি অস্বীকার করে সত্যিটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন চন্দনা৷ কিন্তু সত্যি চাপা রইল কই৷ চন্দনার সঙ্গে সংবাদ বাঁধতে মরিয়া কৃষ্ণ কুণ্ড৷ বিজেপি বিধায়ের নতুন সংসার নিয়ে রাজ্যজুড়ে চলছে জোড় চর্চা৷ 

আরও পডুন- শুভেন্দু অধিকারীকে ‘গো ব্যাক’ স্লোগান, BJP কর্মীদের উপর হামলা, উত্তপ্ত পাঁশকুড়া

এদিকে বিয়ের পরেই অসুস্থ চন্দনার দ্বিতীয় স্বামী কৃষ্ণ কুণ্ডু৷ তিনি আপাতত হাসপাতালে ভর্তি৷ আর স্বামীর সেবার দিন রাত এক করে হাসপাতালে পড়ে রয়েছেন তাঁর প্রথম স্ত্রী রুম্পা কুণ্ডু৷ চন্দনার সঙ্গে সংসার করার ভুত তাঁর মাথা থেকে সরানোর চেষ্টা চালাচ্ছেন তিনি৷ কিন্তু বিয়ের পর চন্দনাকে ছেড়ে থাকতে নারাজ কৃষ্ণ৷ শুরু হয়েছে নতুন টানাপোড়েন৷ 

বৃহস্পতিবার বিজেপি’র সবচেয়ে দরিদ্র বিধায়ক চন্দনা বাউড়ির দ্বিতীয়বার বিয়ের খবর প্রকাশ্যে আসে৷ এর পরেই এক সিভিক ভলেন্টিয়ারের হাত আক্রন্ত হন কৃষ্ণ৷ অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় লক্ষ্ণণপুর মোড়ের সামনে এক সিভিক ভলেন্টিয়ার তাঁকে আচমকা মারধর শুরু করে৷ এর পরেই তীব্র শ্বাসকষ্ট নিয়ে কৃষ্ণ ভর্তি হন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ এদিকে, কৃষ্ণ অসুস্থ হতেই তাঁর সেবার দিন রাত এক করেছেন কৃষ্ণর প্রথম পক্ষের স্ত্রী রুম্পাদেবী৷ কিন্তু তাঁর স্বামী মত্ত পরকীয়ায়৷ চন্দনার সঙ্গে সংসার করার সিদ্ধান্তে অনড় কৃষ্ণ৷ এদিকে তাঁর সন্তানদের কী হবে, সেই চিন্তায় উদ্বিগ্ন রুম্পা দেবী৷ 

আরও পড়ুন- দিলীপ-বার্লার উল্টো সুর লকেট-রাহুলের গলায়, বাংলা ভাগ নিয়ে দ্বিবিভক্ত BJP

চন্দনার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনেছেন কৃষ্ণর প্রথম পক্ষের স্ত্রী৷ যদিও গাড়ির চালকের সঙ্গে বিয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন চন্দনা৷ তাঁর দাবি, মিথ্যে অভিযোগ এনে তাঁর নামে কুৎসা রটানোর চেষ্টা করছে শাসক দল৷ কিন্তু পরকীয়ার জল গড়িয়েছে গঙ্গাজলঘাঁটি থানা পর্যন্ত৷ হাসপাতালের বেডে শুয়েই কৃষ্ণ বলেন, “মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে চন্দনাকে বিয়ে করেছি। তাঁর সঙ্গে সংসার করব। আমরা দু’জন একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি।” স্বামীর মুখে এই কথা শুনে চোখের জল আটকাতে পারেননি রুম্পাদেবী৷ অভিযোগ, বিধানসভা ভোটের সময় থেকেই চন্দনা ও কৃষ্ণর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে৷ যার জেরে চন্দনার প্রথম স্বামী শ্রাবণের সঙ্গেও দূরত্ব বাড়ে বিজেপি বিধায়কের৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =