জোকায় পার্থকে লক্ষ্য করে জুতো মহিলার! ‘মাথায় লাগলে শান্তি পেতাম’, গলায় আক্ষেপ

জোকায় পার্থকে লক্ষ্য করে জুতো মহিলার! ‘মাথায় লাগলে শান্তি পেতাম’, গলায় আক্ষেপ

36760451ed38374155b044f13627d21c

কলকাতা:  জোঁকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বেরনোর সময় পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো৷ তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়েন ইএসআই-তে চিকিৎসা করাতে আসা ওই মহিলা৷ যদিও সেই জুতো পার্থর গায়ে লাগেনি৷ তাঁর গাড়িতে লেগে পড়ে যায়৷ 

আরও পড়ুন- ‘আমার অজান্তে টাকা রাখা হয়েছে’, চিৎকার অর্পিতার

কেন প্রাক্তন মন্ত্রীকে জুতো ছুড়লেন তিনি? শুভ্রা ঘড়ুই নামে ওই মহিলা বলেন, ‘‘আমি ওঁকে জুতো মারতে এসেছি৷ জুতো মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছি৷ কত মানুষকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে৷’’  তাঁর কথায়, ‘‘গরিব মানুষের কোটি কোটি টাকা নিয়েছে। কলকাতার একাধিক জায়গায় ফ্ল্যাট কিনেছে। বড় গাড়ি চেপে এখন হাসপাতালে আসছে। এতে আমাদের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জন্যই জুতো ছুড়েছি। জুতোটা ওর মাথায় লাগলে শান্তি পেতাম।’’ তিনি আরও বলেন, ‘‘ওঁকে কোমরে দড়ি পরিয়ে আনা উচিত ছিল৷ এসি গাড়িতে হুইল চেয়ারে করে নয়৷’’  

এদিন পার্থকে দেখা মাত্রই পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুড়ে মারেন তিনি৷ পার্থ অবশ্য তখন গাড়িতে ছিলেন। ফলে তাঁর গায়ে লাগেনি৷ আমতলার বাসিন্দা ওই মহিলার একটি কন্যা সন্তান রয়েছে। তিনি উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন। শুভ্রাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন এই কাজ করলেন?  শুভ্রা বলেন, ‘‘এটা আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ। হাজার মানুষকে চাকরি দেবে বলে টাকা নিয়েছে৷ তাঁরা চাকরি পায়নি ওঁদের জন্য। তাঁদের সবার ক্ষোভের বহিঃপ্রকাশ।’’

নিতান্তই সাধারণ বেশ। পরনে সাধারণ সুতির শাড়ি। মুখে মাস্ক৷ কপালে টিপ। চুলে খোঁপা৷ দেখেই মনে হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। সেই তিনিই এদিন পার্থর বিরুদ্ধে গর্জে ওঠেন৷ কেন জুতো ছুড়েছেন প্রশ্ন করতেই তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘কেন ছুড়বো না? উনি গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছে। জুতো মারব না?’’ 

এ হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে যেতেই তাঁকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তাঁদের ওই মহিলা বলেন, ‘‘জুতো ছুড়তে গিয়েছিলাম। আমার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়ে গিয়েছে। এ বার খালি পায়েই বাড়ি যাব।’’