কলকাতা: তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ। তাঁর দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা এবং আরও কয়েক কোটির সম্পত্তি। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় শুরু থেকেই বলছেন তিনি এই টাকার ব্যাপারে কিছু জানেন না। আজ জোকা ইএসআই হাসপাতালে তাঁকে আনা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেখানে এসে ফের একবার ‘বোমা’ ফাটালেন তিনি। এবার বললেন, তাঁর অজান্তেই নাকি টাকা রাখা হত ফ্ল্যাটে। একদিকে পার্থ চট্টোপাধ্যায় বলছেন এই টাকা তাঁর নয়, আবার অর্পিতাও দাবি করেছেন টাকা তাঁরও নয়। তাহলে টাকা কার?
আরও পড়ুন- ভাবমূর্তি কি আদৌ বদলাবে? মন্ত্রিসভার রদবদল নিয়ে মুকুলের মত
শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসআই আনা হয়েছিল তাঁকে। পরীক্ষার পর যখন তাঁকে গাড়িতে তোলা হচ্ছে ঠিক সেই সময়ে সাংবাদিকরা অর্পিতাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি চিৎকার করে বলেন, ”টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে আমারই অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে।” আরও কিছু বলার চেষ্টা করার আগেই তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়। কিন্তু এই কথাটি তিনি খুব স্পষ্ট করেই বলেছেন। তাহলে সকলের মনেই একটাই প্রশ্ন, দুজনের যখন নয়, তাহল এই বিপুল অর্থ আদতে কার? দুঃখের বিষয়, সেই উত্তর এখনও মেলেনি। যদিও ইডি জানিয়েছে, অর্পিতা তদন্ত সহযোগিতা করছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও ভিতরে নাকি কিছুই বলছেন না।
উল্লেখ্য অর্পিতার দুটি বাড়ি থেকে নগদ কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার পাশাপাশি মিলে ছিল প্রচুর সোনা, রুপোর কয়েন, জমির দলিল থেকে শুরু করে সোনার বার, বালা ইত্যাদি। আবার তার অ্যাকাউন্টেও কোটি টাকা মিলেছে। আগামী দিনে আরও যে বিস্ফোরক তথ্য সামনে আসবে সেটা বলাই বাহুল্য।