কলকাতা: বাংলার মন্ত্রিসভার রদবদল ছাড়া আর কোনও যে উপায় নেই, তা সকলেই বুঝতে পারছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর চরম অস্বস্তির মধ্যে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগেই ইঙ্গিত মিলেছিল যে মন্ত্রিসভার বদল করা হবে। সেই মতো আজ এক দফা বৈঠক করে এটাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানান হয়েছে, আগামী বুধবার এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু এই বদল করে কি ভাবমূর্তি বদলানো যাবে? এখনই এটাই বড় প্রশ্ন। আর এই নিয়ে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ‘রায়সাহেব’ মুকুল রায়।
আরও পড়ুন- আইনি জটে একই পোশাকে বেশ কয়েকদিন পার্থ-অর্পিতা, পোশাক দিল না ED
সংবাদমাধ্যমে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক এই মন্ত্রিসভার বদল সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, উনি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) মনে করেছেন তাই করেছেন। কিন্তু এতে ভাবমূর্তি বদল হয় না! কারণ এ সবের ওপর নির্ভর করে না সেটা। এরপর সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞাসা করে যে কীসের ওপর ভাবমূর্তি নির্ভর করে, তখন মুকুল জানান, ভাবমূর্তি ভাবমূর্তির ওপরেই নির্ভর করে। সুতরাং এক কথায় এটাই বোঝা যাচ্ছে যে এই রদবদল নিয়ে তেমন কিছুই মনে করছেন না মুকুল রায়। বা বলা ভালো, এই বিষয়টিকে তেমন ভাবে পাত্তাও দিচ্ছেন না তিনি। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি ঘোষণা করেন, রাজ্যের মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। যে বেশ কয়েক জন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন তা নিয়ে আলোচনাও শুরু হয়ে গিয়েছে। যদিও কারা কারা বাদ যাবেন সে নিয়ে কোনও ইঙ্গিত মেলেনি। তবে যারা নিজেদের ভাবমূর্তি ‘স্বচ্ছ’ রেখেছেন তাঁদের জায়গা থাকছে বলেই মত অনেকের। সবার আগে নাম উঠে আসছে বাবুল সুপ্রিয়র। এছাড়াও আছেন পার্থ ভৌমিক, তাপস চট্টোপাধ্যায়ের মতো নাম।