নন্দীগ্রামে মুখ্যমন্তরীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

নন্দীগ্রামে মুখ্যমন্তরীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিন খারিজ করল হাইকোর্ট

কলকাতা:  ভোট পরবর্তী মামলায় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ৷ 

আরও পড়ুন- ‘ওঁর সব সংশাপত্রই তো জাল’, শুভেন্দুকে তীব্র আক্রমণ অখিল গিরির

প্রসঙ্গত,  নন্দীগ্রামের ভোট পরবর্তী হিংসার ঘটনায় গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূল নেতা তথা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী এজেন্টের শেখ সুফিয়ান বিরুদ্ধে৷ এদিন তাঁর  আগাম জামিনের আবেদন খারিজ করল  বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ৷ সিবিআই-এর তরফে বলা হয়, ভোট পরবর্তী হিংসা মামলায় একাধিক অভিযোগ রয়েছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে৷ তাঁকে জামিন দেওয়া হলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে৷ 

ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি নেতা ধ্রুবজ্যোতি মাইতি খুনের ঘটনায় নাম জড়িয়েছে শেখ সুফিয়ানের৷ এই মামলায় সুফিয়ানকে তলবও করে সিবিআই৷ তবে প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিয়া এড়িয়ে যান৷ গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শেখ সুফিয়ান৷ কিন্তু তাঁর আগাম জামিনের আবেদন নাকোচ করে দেয় বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চ৷ 

এর আগে সুফিয়ানের অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হওয়ার ঘটনাকে কটাক্ষ করেছিল বিজেপি৷ বিজেপি নেতা প্রলয় পাল বলেছিলেন, “সিবিআইয়ের হাত থেকে বাঁচতে নাটক করছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট।” পাল্টা, তৃণমূল জানিয়েছিল বেশ কিছুদিন ধরেই অসুস্থ সুফিয়ান। তাঁর চিকিত্সা্র জন্য প্রয়োজনে কলকাতায় নিয়ে যেতেও  প্রস্তুত দল। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *