কলকাতা: মেদিনীপুরের রাজনীতিতে বরাবরই তাঁরা বিরোধী৷ একে অপরকে আক্রমণের কোনও সুযোগই তাঁরা হাতছাড়া করেন না৷ দলীয় সভা থেকে এবার শুভেন্দু অধিকারীকে বিঁধলেন মেদিনীপুরেরই ভূমিপুত্র৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র৷ তিনি রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি৷
আরও পড়ুন- হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, SSC-পুরভোট সহ একাধিক মামলা শুনানি সংশয়ে
রবিবার দলীয় সভা থেকে অখিল গিরি তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ তিনি বলেন, ‘‘রাজ্যের বিরোধী দলনেতা অনেক বড় বড় কথা বলেন। উনি মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ’ বলে বেড়াচ্ছেন। উনি তো বিশাল পণ্ডিত! সকলের সামনে বরং ওঁকে ওঁর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রগুলি দেখাতে বলুন। সব ডিগ্রিই তো ভুঁয়ো। দম থাকলে কাগজ দেখান। আমি খোলা চ্যালেঞ্জ করছি। দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের বিরোধী দলেনতা বিহার থেকে জাল শংসাপত্র বানিয়েছেন।’
অখিল গিরির এই বিস্ফোরক দাবিতে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে৷ বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল বলে মারাত্মক দাবি করেছেন তিনি৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এটাই প্রথম নয়৷ এর আগেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দেগেছিলেন তিনি৷ দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন মৎস্য মন্ত্রী৷ তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।
এবার একেবারে শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী৷ তাঁর শংসাপত্র জাল বলে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন৷ যা নিয়ে নতুন করে শরু হয়েছে শাসক–বিরোধী সংঘাত৷ অখিলের এই মন্তব্যের পর শুভেন্দু অধিকারী মানহানির মামলা করতে পারেন বলে সূত্রের খবর। যদিও সে সব নিয়ে একেবারেই চিন্তিত নন মৎস্যমন্ত্রী৷