কলকাতা: হাইকোর্টে স্বস্তিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতারি এড়াতে আজ বুঝবার আগাম জামিনের আবেদনের শুনানি ছিল হাই কোর্টে। এদিন রাজ্যের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতে জানান, তদন্তকারী সংস্থার অফিসাররা সবাই নন্দীগ্রামে আছেন। তাঁরা তদন্ত করছেন। তবে এই মামলা চলাকালীন তাঁকে গ্রেফতার করা যাবে না। ৯ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমূলে ফিরেছি’, আগে দেখেননি? এখন কেন? হোঁচট খেলেন BJP-র কৃষ্ণ!
ভোট পরবর্তী হিংসা তদন্তে সপ্তাহ দু’য়েক আগেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই৷ ভোট-পরবর্তী হিংসার তদন্তে নেমে সিবিআই-জালে ধরা পড়েন ১১ জন তৃণমূল কর্মী। পূর্ব মেদিনীপুর থেকে কয়েকটি ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়৷ তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্টে শেখ সুফিয়ানের জামাই। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনে তিনি অভিযুক্তদের তালিকায় ছিলেন। চার্জশিটে শেখ ফতেনুর, শেখ মিজানুর ও শেখ ইমদুলাল ইসলামের নাম থাকলেও নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেষ সুফিয়ানের নাম ছিল না চার্জশিটে।