Aajbikel

নজর সরিয়ে টাকা সরছে অন্য রাজ্যে! আদালতের পথে ‘মাস্টারমাইন্ড’-এর নাম ফাঁস শান্তনুর

 | 
শান্তনু

কলকাতা:  সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আদালতে যাওয়ার পথে বোমা ফাটালেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। ফাঁস করে দিলেন ‘মাস্টারমাইন্ড’-এর নাম। সেই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি, অন্যদিকে নজর ঘুরিয়ে ভিন রাজ্যে টাকা সরানো হচ্ছে৷ 

আরও পড়ুন- চলতি সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ, ভিজতে পারে তিলোত্তমা

সোমবার তিন দিনের ইডি হেফাজত শেষে শান্তনুকে নিয়ে আদালতের পথে রওনা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অফিসাররা। ইডি দফতরের সদর দরজা পেরতেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেই প্রশ্নের জবাবে যুবনেতা বলেন, ‘‘এই কেসের মাস্টারমাইন্ড হল কুন্তল (ঘোষ)। ও মিথ্যা অভিযোগ এনে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর তার নাম বলছে৷ আর নিজের টাকাগুলো অন্য দিকে সাইড করছে৷’’


কিন্তু কোথায় টাকা সরাচ্ছেন কুন্তল? শান্তনু বলেন, ‘‘সকলকে বিভ্রান্ত করে অন্য রাজ্যে টাকা সরিয়ে দিচ্ছে কুন্তল।’’ সেই সঙ্গে তাঁর স্বগোতক্তি, ‘‘আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার সব সম্পত্তি বৈধ। আগামী দিনেই তা প্রমাণিত হবে।’’ কুন্তলকে কাঠগড়ায় তুলে শান্তনু আরও বলেন, ‘‘কুন্তল এজেন্টদের ভয় দেখাচ্ছে। কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।’’ শান্তনুর এই সমস্ত দাবি কতটা সত্যি, তা অবশ্য তদন্ত সাপেক্ষ৷ 

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত হুগলির যুবনেতা কুন্তল ঘোষের মুখেই উঠে এসেছিল শান্তনুর নাম। তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। চলতি বছরের জানুয়ারি মাসেই শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তার পর শুক্রবার শান্তনুকে গ্রেফতার করা হয়।

Around The Web

Trending News

You May like