Aajbikel

চলতি সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ, ভিজতে পারে তিলোত্তমা

 | 
বৃষ্টি

কলকাতা: কালবৈশাখীর পূর্বাভাস অনেক আগে থেকেই দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে তারা। হাওয়া অফিসের শেষ আপডেট, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শহরের মতোই বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে। 

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

হাওয়া অফিসের বক্তব্য, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে পারে যদিও সেই সময় কলকাতায় বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দেওয়া হয়েছে, বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দুই বর্ধমান, দুই মেদিনীপুরে বর্ষণ হতে পারে। আর বৃহস্পতিবার কলকাতা সহ হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝড়ো হাওয়া দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। 

এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে এক অক্ষরেখা বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও বিস্তৃত হয়েছে। তার ফলে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব অঙ্ক মিলে গেলে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুর দিকে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। তা হলে লাগাতার কয়েকদিন কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক অঞ্চলে ভিজতে চলেছে। অনুমান, আবহাওয়ার এই রদবদল খানিকটা গরমের অনুভূতি কমাবে। তবে ঝড়-বৃষ্টি কেটে গেলে যে দাপিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে তা সহজেই অনুমেয়।  

Around The Web

Trending News

You May like