চলতি সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ, ভিজতে পারে তিলোত্তমা

চলতি সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ, ভিজতে পারে তিলোত্তমা

কলকাতা: কালবৈশাখীর পূর্বাভাস অনেক আগে থেকেই দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে তারা। হাওয়া অফিসের শেষ আপডেট, চলতি সপ্তাহে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। শহরের মতোই বঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানান হয়েছে। 

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

হাওয়া অফিসের বক্তব্য, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে পারে যদিও সেই সময় কলকাতায় বৃষ্টি হবে না। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দেওয়া হয়েছে, বুধবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দুই বর্ধমান, দুই মেদিনীপুরে বর্ষণ হতে পারে। আর বৃহস্পতিবার কলকাতা সহ হাওড়া, হুগলিতে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝড়ো হাওয়া দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।